নওগাঁয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ফজলে রাব্বি। এসময় অন্যান্য সমন্বয়করাও বক্তব্য রাখেন।
সমন্বয়করা বলেন-এক দফা এক দাবীতে আন্দোলন সফল হয়েছে। তবে বিজয়ের সাথে কিছু কলঙ্ক লেগে গেছে। আমাদের বিজয় চুড়ান্ত আসেনি।কিছু কুচক্রি মহল অশান্তির চেস্টা করছে। একটি সুযোগ সন্ধ্যানিরা তাদের ফায়দা লুটতে অগ্নী সংযোগ, হামলা ও ভাংচুর করেছে। যা সাধারণ ছাত্রদের নামে অপবাদ ছড়িয়ে পড়ছে।
তারা বলেন- কুচক্রি মহলের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করতে টিম গঠন করেছি। আমরা গ্রুপ ভিত্তিক হিন্দু ধর্মের মন্দির, খ্রিস্টানদের গির্জা পাহারা দিয়ে আসছে। কেন্দ্রে নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করবো।
তারা আরো বলেন-যেখানে অগ্নী সংযোগ বা ভাঙচুর হচ্ছে সেখানে আমরা ছুটে গেছি প্রতিরোধ করেছি। যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশ সদস্যরা মাঠে নাই অনেক শিক্ষার্থী নিজ উদ্যোগে ট্রাফিকের দায়িত্ব পালন সড়কে শৃঙ্খলা ফিরি আনছে। আমরা একজোট হয়ে কুচক্রি মহলের হাত ভেঙে দিতে পারবো। কোন সংঘাত ও হামলা আমরা চাই না।
পরে সমন্বয়ক ফজলে রাব্বি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ জেলা ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।