নারায়ণপুর পোরসাভার আওমীলীগ সন্ত্রাসের ত্রাস দৌলতপুর-কালিকাপুরের ত্রাস শাখাওয়াত প্রধানিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে ছাত্রদল নেতা জাবেদ পাটওয়ারী , সাবেক যুগ্ম আহ্বায়ক এবং যুবদল নেতা সাইফুল ইসলাম সহ ছাত্রদল, যুবদলের উপর অতর্কিত হামলা চালানো হয় ।
এতে জাবেদ পাটওয়ারীকে মতলব দক্ষিণ হতে চাদঁপুর সদর হাসপাতালে প্রেরন করা হয়।আরো আহত নেতাদের কিছু ঢাকা চিকিৎসা অবস্থায় আছেন।
তাদের আবস্থার প্রতিবাদ দাবি করে ৪নং নারায়ণ পুর পৌরসভার সকল স্তরের নেতারা শাখাওয়াত প্রধানিয়া সহ এবং দৌলতপুরের ত্রাস ওসমান সহ সবার বিচার দাবি করেন। আমরা যানতে পারি, ছাত্রনেতা জাবেদ পাটওয়ারী দীর্ঘদিন চাদঁপুর সাধারন ছাত্রদের সাথেও আন্দোলন করেছেন এবং এলাকাবাসীর কাছ হতে যানতে পারি সে আন্দোলনের জেদ ধরেই ছাত্রলীগের,যুবলীগের আওমীলীগের সন্ত্রাসীরা এই হামলা চালায়।