জামায়াত- শিবির নিষিদ্ধ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ও চলমান জামাত-শিবিরের নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল – সমাবেশ করেছে নেত্রকোণার বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা।
শনিবার জেলা মুক্তিযোদ্ধা সংসদ,সদর ইউনিট ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ব্যানারে এই মিছিল – সমাবেশ হয়।
দুপুরে শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমপ্লেক্স থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সমাবেশ করে তারা।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, নেত্রকোণা পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা মো: শামছুজ্জোহা, আইয়োব আলী, জেলা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ সহ অন্যরা।
বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশে জামাত-শিবিরের রাজনীতি করার কোন অধিকার নেই। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করাসহ স্বাধীনতার পক্ষের সরকার উৎখাতে যে নৈরাজ্য চালাচ্ছে তা বাংলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা জনগণকে নিয়ে জীবন দিয়ে হলেও প্রতিরোধ করবে। তারা জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করায় প্রধানমন্ত্রীকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ধন্যবাদ জানান।