মুন্সীগঞ্জের সিরাজদীখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এতে বিজয়ী হয়েছেন বাসাইল ইউনিয়ন পরিষদদল। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে গতকাল বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার ইছাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বালুচর ইউনিয়ন পরিষদ বনাম বাসাইল ইউনিয়ন পরিষদদল। খেলায় ট্রাইবেকারে বালুচর ইউনিয়ন পরিষদদলকে ৩-৪গোলে পরাজিত করে বাসাইল ইউনিয়ন পরিষদদল বিজয়ী হয়। ধারাবাহিক ভাবে উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদের ১৪ টি দল খেলায় অংশগ্রহণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু জাফর রিপন বিপিএএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আওলাদ হোসেন মৃধা, ভাইস চেয়ারম্যান মীর মোশাররফ হোসেন সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিন আক্তার তুহিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম,সাবেক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা,সিরাজদীখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম। ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইছাপুরা ইউপির চেয়ারম্যান মো.সুমন মিয়া,লতব্দী ইউপির চেয়ারম্যান হাফেজ মো.ফজলুল হক, জৈনসার ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম, রশুনিয়া ইউপির চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ, কেয়াইন ইউপির চেয়ারম্যান মো. আশ্রাফ আলী, মধ্যপাড়া ইউপির চেয়ারম্যান শেখ আব্দুল করিম, বয়রাগাদী ইউপির চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ, শেখরনগর ইউপির চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল,কোলা ইউপির চেয়ারম্যান এ এইচ এম সাইফুল ইসলাম, বালুচর ইউপির চেয়ারম্যান হাজী মো. আওলাদ হোসনে, বাসাইল ইউপির চেয়ারম্যান মো.সাইফুল ইসলাম, চিত্রকোট ইউপির চেয়ারম্যান শামসুল হুদা বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চোকদার,ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী,শিক্ষক-শিক্ষার্থী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শেণি পেশার মানুষ।