ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত পুরীর জগন্নাথ মন্দির। ৪৬ বছর পর রবিবার (১৪ জুলাই) ঠিক দুপুর ১টা বেজে ২৮ মিনিটে ‘পবিত্র মুহূর্তে’ খোলা হয় এই মন্দিরের রত্ন ভাণ্ডারের দরজা। রবিবার রত্ন ভাণ্ডারের দরজা খোলার আগেই সেখানে পৌঁছে গিয়েছিল ৬টি বড় সিন্দুক। অবশ্য আজ সেই রত্ন ভাণ্ডারে শুধু বিশেষজ্ঞ কমিটির দলের সদস্যরা ঘুরে দেখবেন বলে জানা গিয়েছে।
কাঠমাণ্ডু পোস্ট জানিয়েছে, নারায়ণঘাট-মুগলিন সড়ক সেকশনে সিমলতালের কাছে স্থানীয় সময় শুক্রবার ভূমিধসে দুটি বাস ত্রিশূলী নদীতে ভেসে যায়। রবিবার পর্যন্ত উদ্ধার হওয়া পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে।
চিতওয়ানের প্রধান জেলা কর্মকর্তা ইন্দ্রদেব যাদব বলেন, এখন পর্যন্ত চিতওয়ানের ২২ বছর বয়সী এক ব্যক্তি, সরলাহির ১৯ বছর বয়সী একজন ও ২৮ বছর বয়সী এক ভারতীয় নাগরিকের মরদেহ শনাক্ত হয়েছে। সেই সঙ্গে পূর্ব নবলপরাসীর গাইন্দাকোটে নারায়ণী নদীতে স্থানীয় সময় রবিবার সকালে পাওয়া একটি লাশ সড়ক দুর্ঘটনায় নিহত বলে নিশ্চিত হওয়া গেছে।
কাঠমাণ্ডু মেট্রোপলিটন সিটি-৪-এর বাসিন্দা ২৯ বছর বয়সী ওই ব্যক্তিকে পুলিশ শনাক্ত করেছে। নেপালের সশস্ত্র পুলিশ ইউনিটের মুখপাত্র কুমার নিউপানে বলেছেন, ডুবুরিসহ তিন শতাধিক কর্মী নিখোঁজ যাত্রী ও দুটি বাসের জন্য নদীতে তল্লাশি করছেন। পাশাপাশি নৌকায় থাকা অন্যান্য দল সেন্সর সরঞ্জাম দিয়ে অনুসন্ধান চালাচ্ছে।
২৩ বছর বয়সী যুবক খুরশিদ আলম বলেন, ‘আমি এখানে আছি তিন দিন হয়ে গেছে। কিন্তু আমার দাদা-দাদির লাশ পাওয়া যায়নি।’
এর আগে দেশটির একজন কর্মকর্তার বরাত দিয়ে দুই বাসে অন্তত ৬৩ জন যাত্রী থাকার কথা জানিয়েছিল ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট।