যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিধিনিষেধ তুলে নিয়েছে প্রযুক্তি সংস্থা মেটা।
শুক্রবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম দুটির মূলপ্রতিষ্ঠান মেটা এ বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন এলাকা ক্যাপিটল হিলে ২০২১ সালের জানুয়ারি মাসে সহিংসতার ঘটনার প্রশংসা করায় ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে দেয় মেটা কর্তৃপক্ষ। বছর দুয়েকের মাথায় তা ফেরত পেলেও কিছু নিষেধাজ্ঞা ছিল অ্যাকাউন্টগুলোর ওপর।
শুক্রবার মেটা ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রামের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়ে জানায়, ‘রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী হিসেবে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প আর উচ্চতর স্থগিতাদেশের শাস্তির অধীন থাকবেন না।‘
মেটা এক ব্লগ পোস্টে জানায়, ‘রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতার জন্য এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। আমরা বিশ্বাস করি যে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনীতদের মতামত জানার অধিকার সাধারণ জনগণের রয়েছে।‘
এতে আরও বলা হয়েছে, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরাও আর সব ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মতো একই কমিউনিটি স্ট্যান্ডার্ডের অধীন থাকবেন।‘
গত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হলে ২০২১ সালের ৬ জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন এলাকা ক্যাপিটল হিলে ভাঙচুর করে। এতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতায় জড়িত ব্যক্তিদের উসকানি দিয়েছিলেন বলে অভিযোগ উঠে।
ফেসবুক, ইনস্টাগ্রাম ছাড়াও এক্স (সাবেক টুইটার) ও ইউটিউব থেকেও ট্রাম্পের অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। পরে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মতপ্রকাশ করতে থাকেন।