যশোর নড়াইল মহাসড়কের চাড়াভিটা বাজার সংলগ্ন দক্ষিণ শ্রীরামপুর নামক স্থানে এক মর্মান্তিক ট্রাক দুর্ঘটনায় ১জন নিহত ও ৪জন আহত হয়েছে।
স্থানীয়দের তথ্যমতে, ১২জুলাই ভোর ৫.৩০ ঘটিকার দিকে শ্রীরামপুর চেয়ারম্যান পাড়া নিবাসী মৃত: শুকুর আলী শেখ’র ছেলে সিদ্দিক শেখ (৭২) ও তার কর্মীদের নিয়ে মৎস্য খামারে যাওয়ার সময় পিছন থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো ট ২৪-৫৭১৭ ট্রাকটি সিদ্দিক শেখ’কে চাপা দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। আহতদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাৎক্ষনিক উদ্ধারকাজে অংশ নেন এবং আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দুর্ঘটনার খবর মুঠোফোনে তুলারামপুর হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর লিয়াকত আলীর নিকট পৌছালে তার নেতৃত্বে পুলিশ ও বাঘারপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের তলে নিবিড় তল্লাশি চালিয়ে গাড়ির নিচে আর কোন লোক নেই মর্মে অবগত করেন। এ ঘটনায় শ্রীরামপুর চেয়ারম্যান পাড়ায় সিদ্দিক শেখ’র বাড়িতে শোকের ছা্য়া নেমে এসেছে বলে জানা গেছে।