শিরোনাম
নওগাঁয় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন কোটালীপাড়ার শুয়াগ্রাম ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বিনয় সভাপতি ও তসলিম সাধারণ সম্পাদক নির্বাচিত মৌমাছি স্কুলের খুদে শিক্ষার্থীরা আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে স্ট্যাডি ট্যুরে একটি হারানো বিজ্ঞপ্তি নিউজ ২১ বাংলা টিভি’র পরিচালকের দ্বায়িত্ব পেয়েছেন সাংবাদিক মোহাম্মদ মেসবাহ উদ্দিন যশোর হোমিওপ্যাথিক কলেজ হামলা-মারপিট ও পদত্যাগ পত্রে জোর পূর্বক স্বাক্ষরের ঘটনায় থানায় মামলা, গ্রেফতার দুই ১৯৮৮ সালের পর এমন পরিস্থিতি কখনও দেখেননি শেরপুরবাসী কোটালীপাড়ায় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা সাংবাদিকের সাথে ভুলবোঝাবুঝি হয়েছে- বদলগাছি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক রাষ্ট্র সংস্কারের পাশাপাশি কিছু মৌলিক বিষয়ে কাজ করার প্রস্তাব জামায়াতের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চরফ্যাশনে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা নিন : মির্জা ফখরুল সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক শ্বশুর-শাশুড়ীর বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে! পুলিশকে অপরাধের তথ্য দিন দ্রুত ব্যবস্থা নেয়া হবে কুষ্টিয়া পুলিশ সুপার কোটালীপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সন্ত্রাস চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে রূপগঞ্জে যুবদলের সমাবেশ  ফরিদগঞ্জে “নেপ ফাউন্ডেশনের” নামে প্রতারণার অভিযোগ,পালাতক মমিন কোটালীপাড়ায় সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে সহস্রাধিক ব্যবসা প্রতিষ্ঠান
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন

চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

জামাল হোসাইন,বরিশাল ব্যুরোচীফ :
আপলোড সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪

ঢাকার ডিএমপি হাতিরঝিল থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামী জহির উদ্দিন জয়কে গ্রেফতার করে র‍্যাব-৮।

রবিবার (৭ জুন)দিবাগত রাত পৌনে ১টায় বরিশাল এয়ারপোর্ট থানার সোনামিয়ার পোল বাজার, আলী ইফান মাদ্রাসা সড়ক, কোনাবাড়ী হতে র‌্যাব-৮, বরিশাল সদর, এবং র‌্যাব-২ এর সিপিসি-৩, ঢাকা কোম্পানী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান সনাক্ত করে যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ধর্ষক জহির উজিরপুর ভবানীপুর গ্রামের আয়নাল হকের ছেলে। উল্লেখ্য, বিয়ের প্রলোভন দেখিয়ে ও ভিডিও অনলাইনে ছড়াবেনা মর্মে আশস্ত করে বিভিন্ন স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মোট ৫ লক্ষ ৮০ হাজার টাকা এবং ভিকটিমকে নিয়ে কক্সবাজার সদর থানার ‘আমারী’ রিসোর্টে নিয়ে যায়।
র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের শান্তি শৃংখলা রক্ষায় বিভিন্ন ধরণের সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে। মানুষের জানমালের নিরাপত্তা বিধানে র‍্যাব সবসময়ই অগ্রনী ভূমিকা পালন করে। এপ্রেক্ষিতে সর্বদাই দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতি, ছিনতাই, নাশকতা, অপহরণ,ধর্ষণ, ও অন্যান্য অপরাধ বিরোধী অভিযানসহ চাঞ্চল্যকর মামলার আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখে দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় নিরলস ভাবে কাজ করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে র‌্যাব। মহাপরিচালক র‍্যাব ফোর্সেস মহোদয়ের সুস্পষ্ট নির্দেশনা মোতাবেক র‍্যাব ব্যাটালিয়ন সমূহ আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সর্বাত্মক ভাবে অভিযান অব্যাহত রেখেছে।ভিকটিম আসামীর প্রতিবেশী ভাড়াটিয়া হওয়ার সুবাদে গত ২০২৩ সালের জুন মাসের ১০ তারিখ সকাল আনুমানিক ১০.টায় ভিকটিমের ৫ বছরের মেয়েকে চিপস এর প্যাকেট দিয়ে নিজের রুমে নিয়ে ভিকটিমকে তার মেয়েকে নেয়ার জন্য ডেকে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। আসামী কৌশলে তার মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে বিভিন্ন সময় আসামী ভিকটিমকে উক্ত ভিডিও তার পরিবার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন সময় একাধিকবার ধর্ষণ করে ও নগদ অর্থ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। সর্বশেষ গত চলতি বছরের ৪ জুন ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে ও ভিডিও অনলাইনে ছড়াবেনা মর্মে আশস্ত করে বিভিন্ন স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মোট ৫ লক্ষ ৮০ হাজার টাকা এবং ভিকটিমকে নিয়ে কক্সবাজার সদর থানার ‘আমারী’ রিসোর্টে নিয়ে যায়। অতঃপর ভিকটিমকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে একাধিকবার ধর্ষণ করে এবং সংগে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে তাকে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে ডিএমপি, ঢাকার হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করে যার মামলা নং ১৭, তারিখ-০৬/০৬/২০২৪। গ্রেফতারকৃত আসামীকে ডিএমপি, ঢাকার হাতিরঝিল থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও অন্যান্য চাঞ্চল্যকর মামলার আসামীদের গ্রেফতারের ব্যাপারে সারা দেশব্যাপী র‍্যাবের অভিযান চলমান রয়েছে।

অতঃপর ভিকটিমকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে একাধিকবার ধর্ষণ করে এবং সংগে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে তাকে ফেলে রেখে চলে যায়।পরে গ্রেফতারকৃত আসামিকে হাতিরঝিল থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।


এই বিভাগের আরও খবর