যশোরের ঝিকরগাছার পল্লীতে অসহায়ের পরিবারের শেষ সম্বল জমি জায়গা কেড়ে নেওয়ার পয়তারা চালিয়ে যাচ্ছে একটি ক্ষমতাধারী পক্ষ।
এ বিষয়ে আইনত সহযোগিতা চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামের কলুপাড়া এলাকার মৃত গোলাম হোসেনের ছেলে তরিকুল ইসলাম (৩৭)। তিনি তার অভিযোগে ৬জনকে বিবাদী করেছেন। বিবাদীরা হলেন, একই গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে আব্দুল হান্নান (২৬), আব্দুল হাইয়ের ছেলে শাওন (২১), মৃত আবুল হোসেনের ছেলে শওকত আলী (৪০), আবু বক্কার সিদ্দিক (৫২), সিরাজ হোসেনের ছেলে বাবু (২১)। থানার অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীগণ খুব খারাপ ও উচ্ছৃংখল প্রকৃতির লোক। বিবাদীদের সাথে বাদীর বসত বাড়ীর ও মাঠের জমি জায়গা এবং গাছপালার বিষয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে।
এ বিষয়ে বিবাদীগণ বিভিন্ন সময় বাদীর বসত বাড়িতে এসে উক্ত জমি জায়গা সংক্রান্ত বিষয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, মারপিট করা সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ জীবন নাশের হুমকি প্রদান করে। সর্বশেষ গত বৃহস্পতিবার (০৪ জুলাই) অনুমান ভোর ৫টার দিকে বিবাদীরা বাদীর ভোগদখলীয় বসত বাড়ির সামনে এসে রান্না ঘর ও গোয়াল ঘর জোর পূর্বক ভাংচুর করে অনুমান ১লক্ষ ৪০হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। বর্তমানে অসহায়ের পরিবারের শেষ সম্বল কেড়ে নেওয়ার পয়তারা চালিয়ে যাচ্ছে বলে স্থানীয় সংবাদকর্মীদের নিকট অভিযোগ করেন বাদী তরিকুল ইসলাম। ঘটনার বিষয়ে বিবাদী আবু বক্কার সিদ্দিক বলেন, তরিকুলের বাড়ীঘর আমরা ভাঙ্গিনী। ওর ঘরে খুটি ছিলো না বাতাসে আপনা আপনি ভেঙ্গে পড়েছে।
থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূঁইয়া বলেন, ঘটনার বিষয়ে আমি একটা অভিযোগ পেয়েছি। উক্ত ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।