সিরাজগঞ্জ র্যাব-১২ এর ভিন্ন ভিন্ন অভিযানে ৬শ ৬২ বোতল ফেনসিডিল ও ১২ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শুক্রবার দুপুরে র্যাব-১২ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র্যাব-১২ এর অতিরিক্ত ডিআইজি মোঃ মারুফ হোসেন
তিনি বলেন, সিরাজগঞ্জ এর আভিযানিক দল র্যাব-১২
সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় একাধিক অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সিরাজগঞ্জ সদর থানার বাগবাটি ইউনিয়নের ফুলকুচা এলাকা হতে একটি কাভার্ড ভ্যানে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১শ ৫১ বোতল ফেনসিডিল ও জেলার সলঙ্গা থানার গুড়কা বেলতলা এলাকায় ১ টি ভুট্টা ভর্তি ট্রাক হতে ৫শ ১১ বোতল ফেনসিডিল এবং ঢাকা -বগুড়া মহাসড়কে বগুড়া জেলার শেরপুর থানার হাজীপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস হতে ১২ কেজি গাঁজাসহ মোট ৬শ ৬২ বোতল ফেনসিডিল ও ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে
মোজাহার, আব্দুল মোনা,আনিছুর রহমান,নিজম উদ্দিন ও সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়।
এছাড়াও মাদক ব্যবসায়ীদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ে কাজে ব্যবহৃত ৮ টি মোবাইল ফোন,নগদ ৬ হাজার ৮শ ৯০ টাকা, একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।