নওগাঁর সদর উপজেলার চকরামপুর মার্কাজ মসজিদের সামনে মৃত আহমদ সরদারের ছেলে মো: আরমান সরদার এর মুদি ও চা এর দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ জুলাই) রাত ১ টা ৩০ মিনিটের দিকে চকরামপুর এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। এতে দোকানে থাকা মালামাল ও একটি ফ্রিজ সহ সকল ধরনের পণ্য সহ নগদ ১০ হাজার টাকা পুঁড়ে ছাই হয়েছে।
মো: আরমান সরদার বলেন, আমি গরিব মানুষ আমার সম্বল বলতেই এই দোকান, দোকানের সকল প্রকার মালামাল ও টাকা পুড়ে ছাই হয়েছে, আমি এখন কি করবো কোথায় যাব পরিবারকে কি খাওয়াবো ভেবে পাচ্ছিনা। এখন যে করেই হোক আবার নতুন করে দোকান শুরু করতে হবে।
নওগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার কাশেম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের টিম এসে আগুন নিয়ন্ত্রনে এনেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।