ফেনী পুলিশ সুপার কার্যালয় দুপুর ২:৩০ মিনিটে ফেনীর বিদায়ী পুলিশ সুপার জনাব জাকির হাসান (পি পি এম)মিট দা প্রেস আয়োজন করেন।
পুলিশ সুপার গত ২২ মাসে তার অগ্রগতি তুলে ধরেন সাংবাদিকদের কাছে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইমস জনাব শাহাদাত হোসাইন. অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ.অতিরিক্ত পুলিশ সুপার ফেনী সদর সার্কেল থোয়াং প্রু মারমা এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো নিজস্ব প্রতিনিধি জনাব আবু তাহের. ডিবিসির ফেনী জেলা প্রতিনিধি আবু তাহের. ইন্ডিপেন্ডেন্স টেলিভিশনের ফেনী প্রতিনিধি. সময় সংবাদের স্টাফ রিপোর্টার আতিয়ার সজল।.
বৈশাখী টেলিভিশনের ফেনী প্রতিনিধি রাজন দেবনাথ. রাজধানী টেলিভিশন ও দৈনিক স্বদেশ বিচিত্রা ফেনী প্রতিনিধি আলাউদ্দিন সবুজ. চ্যানেল টোয়েন্টিফোর ফেনী জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপন. আর এ জাভেদ নিউজ টুয়েন্টি ওয়ান বাংলা টিভি ফেনী জেলা প্রতিনিধ. দৈনিক সমাবেশ ফেনী জেলা প্রতিনিধি ফখরুল ইসলাম।. বাংলাভিশন ফেনী জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম. এটিএন নিউজ ফেনী প্রতিনিধি দিদারুল আলম.সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।