শিরোনাম
কুরিয়ার সার্ভিস কাভার্ড ভ্যান থেকে তিন কোটি টাকার ভারতীয় শাড়ী আটক কুড়িগ্রামে মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তি, যুবক গ্রেফতার নওগাঁয় নৌকা শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমনিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে পথ নাটক প্রদর্শনী অনুষ্ঠিত কোটালীপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত আজ মর্ত্য ছাড়বেন দুর্গতিনাশিনী আজ থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা-বাজারজাত নিষিদ্ধ তাঁতিবাজারে পূজামণ্ডপের কাছে ছিনতাইয়ের ঘটনায় মামলা সংসদ সচিবালয়ের যুগ্মসচিব কিবরিয়া মজুমদার বিজিবির হাতে আটক নওগাঁয় টাস্কফোর্স অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা নওগাঁয় পরিবেশ উন্নয়ন সংস্থার দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন চরফ্যাশনে স্পোকেন ইংলিশ ও ক্যারিয়ার ডেভলপমেন্ট শীর্ষক সেমিনার ও্র বৃক্ষ রোপণ কর্মসূচী বিজিবির আঞ্চলিক অধিনায়কের পুজা উপলক্ষ্যে বিএসএফকে মিষ্টি উপহার বাসাবাড়িতে আপাতত গ্যাস সংযোগ দেওয়া হবে না : উপদেষ্টা গাজায় নিহতের সংখ্যা ৪২,১৭৫ কোটালীপাড়ায় দুর্গাপূজার আনসার নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগ কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ১ জন জেল পলাতক আসামি গ্রেফতার। পূর্বাচলে প্লটের দাবিতে ক্ষতিগ্রস্ত আদিবাসীদের অবরোধ-বিক্ষোভ কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন রাজস্ব বোর্ডের কমিশনার অরুণ কুমার বিশ্বাস
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন

নওগাঁর পোরশায় ছাওড় ইউপি চেয়ারম্যানের বিচারের দাবি ক্ষুদ্র নৃ-তাত্বিক জাতিগোষ্ঠীর

অন্তর আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:
আপলোড সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

নওগাঁর পোরশায় ছাওড় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও ওয়ার্ড সদস্য হাবিবুর রহমানের বিচারের দাবিতে ক্ষুদ্র নৃ-তাত্বিক জাতিগোষ্ঠীর।

নারী-পুরুষরা উপজেলা চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছেন।
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছাওড় ইউপি চেয়ারম্যান কর্তৃক দানিপুকুর সাধু পোল উচ্চ বিদ্যালয়ের বিকাশ বারোয়ার নামে এক ক্ষুদ্র নৃ-তাত্বিক জাতিগোষ্ঠীর সহকারি শিক্ষককে মারপিটের জেরে বিকালে বিক্ষোভ সমাবেশ করে।

সরজমিনে জানা গেছে, ছাওড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফিজুর রহমান ও ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান গত ৩০ জুন দুপুরে জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিকাশ বারোয়ার নামে এক ক্ষুদ্র নৃ-তাত্বিক জাতিগোষ্ঠীর শিক্ষককে মারধর করেন। এতে তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে বিকাশ বারোয়ার সুস্থ্য হয়ে মারধরের একটি অভিযোগপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে দাখিল করেন। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান জানান, গত বুধবার বিকালে বিকাশ বারোয়ার তার সাথে দেখা করতে আসেন। এসময় তিনি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে ডেকে বিকাশকে মারধরের বিষয়ে বক্তব্য শোনার এক পর্যায়ে প্রায় শতাধিক ক্ষুদ্র নৃ-তাত্বিক জাতিগোষ্ঠীর নারী-পুরুষ জোটবদ্ধ হয়ে চেয়ারম্যানের বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করে।

এক সময় তারা ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানকে উঠে নিয়ে যাওয়ার ও লাঞ্চিত করার চেষ্ঠা করলে ইউনো তাদের শান্ত করেন।

এঘটনায় বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও নওগাঁ ২ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার বিক্ষোভ কারিদের ফোন করে সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হয়।


এই বিভাগের আরও খবর