নওগাঁর পোরশায় ছাওড় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও ওয়ার্ড সদস্য হাবিবুর রহমানের বিচারের দাবিতে ক্ষুদ্র নৃ-তাত্বিক জাতিগোষ্ঠীর।
নারী-পুরুষরা উপজেলা চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছেন।
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছাওড় ইউপি চেয়ারম্যান কর্তৃক দানিপুকুর সাধু পোল উচ্চ বিদ্যালয়ের বিকাশ বারোয়ার নামে এক ক্ষুদ্র নৃ-তাত্বিক জাতিগোষ্ঠীর সহকারি শিক্ষককে মারপিটের জেরে বিকালে বিক্ষোভ সমাবেশ করে।
সরজমিনে জানা গেছে, ছাওড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফিজুর রহমান ও ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান গত ৩০ জুন দুপুরে জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিকাশ বারোয়ার নামে এক ক্ষুদ্র নৃ-তাত্বিক জাতিগোষ্ঠীর শিক্ষককে মারধর করেন। এতে তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে বিকাশ বারোয়ার সুস্থ্য হয়ে মারধরের একটি অভিযোগপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে দাখিল করেন। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান জানান, গত বুধবার বিকালে বিকাশ বারোয়ার তার সাথে দেখা করতে আসেন। এসময় তিনি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে ডেকে বিকাশকে মারধরের বিষয়ে বক্তব্য শোনার এক পর্যায়ে প্রায় শতাধিক ক্ষুদ্র নৃ-তাত্বিক জাতিগোষ্ঠীর নারী-পুরুষ জোটবদ্ধ হয়ে চেয়ারম্যানের বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করে।
এক সময় তারা ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানকে উঠে নিয়ে যাওয়ার ও লাঞ্চিত করার চেষ্ঠা করলে ইউনো তাদের শান্ত করেন।
এঘটনায় বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও নওগাঁ ২ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার বিক্ষোভ কারিদের ফোন করে সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হয়।