শিরোনাম
টানা কয়েক দিনের বর্ষণে জলাবদ্ধতায় রূপগঞ্জে দুই লাখ মানুষের দুর্ভোগ প্রতারক মান্নান ও ওরফে ডিসির সিও মানিকের খপ্পরে পড়ে অসহায় সেলিনা পারভীন আজ সর্বহারা! নওগাঁয় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন কোটালীপাড়ার শুয়াগ্রাম ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বিনয় সভাপতি ও তসলিম সাধারণ সম্পাদক নির্বাচিত মৌমাছি স্কুলের খুদে শিক্ষার্থীরা আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে স্ট্যাডি ট্যুরে একটি হারানো বিজ্ঞপ্তি নিউজ ২১ বাংলা টিভি’র পরিচালকের দ্বায়িত্ব পেয়েছেন সাংবাদিক মোহাম্মদ মেসবাহ উদ্দিন যশোর হোমিওপ্যাথিক কলেজ হামলা-মারপিট ও পদত্যাগ পত্রে জোর পূর্বক স্বাক্ষরের ঘটনায় থানায় মামলা, গ্রেফতার দুই ১৯৮৮ সালের পর এমন পরিস্থিতি কখনও দেখেননি শেরপুরবাসী কোটালীপাড়ায় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা সাংবাদিকের সাথে ভুলবোঝাবুঝি হয়েছে- বদলগাছি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক রাষ্ট্র সংস্কারের পাশাপাশি কিছু মৌলিক বিষয়ে কাজ করার প্রস্তাব জামায়াতের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চরফ্যাশনে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা নিন : মির্জা ফখরুল সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক শ্বশুর-শাশুড়ীর বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে! পুলিশকে অপরাধের তথ্য দিন দ্রুত ব্যবস্থা নেয়া হবে কুষ্টিয়া পুলিশ সুপার কোটালীপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সন্ত্রাস চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে রূপগঞ্জে যুবদলের সমাবেশ
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:১২ অপরাহ্ন

বরিশালের বানারীপাড়া সাকিলের মাদকের রমরমা ব্যবসা

বরিশাল ব্যুরো :
আপলোড সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪

বরিশালের বানারীপাড়া উপজেলার পুরাতন আশ্রয়নে,পৌরসভার ৪ নং ওয়ার্ড কলেজ মোড় এলাকায় মাদকের রমরমা ব্যবসা চলছে। আর হাতের নাগালে সহজে মাদক পেয়ে অত্র এলাকায় দিনদিন মাদক সেবীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মাদক সেবীরা নেশার টাকা জোগাড় করতে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।

এলাকাবাসী অভিযোগ করে জানান,বানারীপাড়া উপজেলার খেজুরবাড়ি গ্রামের শাকিল, পৌরসভার ৪ নং ওয়ার্ড আনোয়ারের ছেলে টিটু, বাইশারী ইউনিয়নের জামাল বালি, গুয়াচিত্রায় সাব্বির নামের ব্যক্তিকে দিয়ে সাইদুল ডালা নিয়ে গাজা বিক্রি করে।খেজুর বাড়ির সুমন , কলেজ মোড় মেবাই রাসেল ও মিঠু এদেরকে দিয়ে খুচরা বিক্রি করায় শাকিল ও টিটু।

এই শাকিল ও টিটু বিশেষ কিছু রাজনৈতিক ব্যক্তিদের এবার উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ লক্ষ টাকা দেয় যেন নির্বাচনে জিতে মাদক ব্যবসায় সুবিধে পায়। কুমিল্লায় তার নামে মাদক মামলা আছে বরিশালের র্যাবের হাতে ১শ পিস ইয়াবাসহ আটক হয় শাকিল। জামিনে বেরিয়ে এসে একনাগারে ৬ বছর মাদক ব্যবসা করে এবং আবাসনের গরিব মানুষদের মাঝে মাদক ছরিয়ে দেয়। ভ্যান চালক, রিক্সা চালক, জেলে কল কারখানার কাজ করা শ্রমিকদের মাঝে মাদক ছড়িয়ে দেয় শাকিল ও টিটু। দীর্ঘ দিন ধরে ফেনসিডিল ইয়াবা ব্যবসা করে আসছে। তাহারা সময় বুঝে কৌশল পরিবর্তন করে মাদক বেচাকেনা করছেন। প্রতিদিন সকাল থেকে মাদক সেবীদের আনাগনা শুরু হয়ে রাত পর্যন্ত চলছে। এছাড়া প্রশাসনের ঝামেলা এড়াতে তিনি মাদক সেবনকারীদের নিকট মোবাইলফোনে অর্ডার নিয়ে মাদক বিক্রি করেন। তবে যে কেউ ফোন করে চাইলেই মাদক মিলবে না। মাদক পেতে হলে তার নিয়মিত একজন খরিদ্দারের সুপারিশ লাগবে। তার পরই গাঁজা, মদ, ফেনসিডিল এমনকি ইয়াবার মতো মারাত্মক নেশা জাতীয় মাদকদ্রব্য মিলবে। তবে দূরত্বনুযায়ী মাদকসেবী ক্রেতাকে বাড়তি টাকা দিতে হবে। এলাকাবাসীর অভিযোগ শাকিল,টিটু,জামাল বালী,সাব্বির, সাইদুল, সুমন, মেবাই রাসেল,মিঠু এদের মাদক ব্যবসার কারণে আমাদের ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে ওই মাদক ব্যবসায়ীদের কিছু বললে আমাদের বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদান করে থাকে তাই আমরা এলাকাবাসী শাকিল ও টিটুর ভয়ে দিন পার করে থাকি। ফলে তিনি লাভবান হলেও হাতের নিকট সহজে মাদক পেয়ে অত্র এলাকার শ’ শ’ উঠতি বয়সী যুবক,ভ্যানচালক, রিস্কা চালক,জেলে,কল কারখানার শ্রমিক, আবাসনের দিনমজুর মাদকের নেশায় আশক্ত হয়ে মাদক সেবন করছে। প্রথমে বিভিন্ন আজুহাতে পরিবার থেকে নেশার টাকা নিলেও পরে নেশার টাকা জোগাড় করতে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে অত্র এলাকায় ছিচকে চোর বৃদ্ধি পেয়েছে।প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শাকিল,টিটু,জামাল বালি,সাব্বির, সাইদুল, সুমন, মেবাই রাসেল,মিঠু

চালাচ্ছে রমরমা মাদক ব্যবসা। খেজুর বাড়ি শাকিল,পৌরসভার ৪ নং ওয়ার্ড আনোয়ারের ছেলে টিটু, বাইশারী ইউনিয়নের জামাল মাদকের গডফাদার। এবিষয় নিয়ে স্থানীয় বাসীন্দারা একাধিকবার নিষেধ করলেও তাদের উপর চড়াও হয়ে ভয় ভিতী দেখিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে।প্রতিবেশীরা জানান,শাকিল, টিটু,জামল মাদক ব্যবসায় আমাদের ছেলে মেয়ের ক্ষতি হচ্ছে। মানুষের কাছে আমাদের মুখ দেখাতে পারি না। মাদক বিক্রি করতে নিষেধ করলে উল্টো আমাদের বিভিন্ন হুমকি দিয়ে মার মূখী আচারন করে।
বিষয়টির দিকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।


এই বিভাগের আরও খবর