শিরোনাম
৭৪ কোটি ৩১ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল কুষ্টিয়া ৪৭ বিজিবি তিস্তার ন্যায্য পানি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে: মির্জা ফখরুল নওগাঁয় ছাত্র শিবিরের দুইদিন ব্যাপী প্রকাশনা উৎসব শুরু নিউজ টুয়েন্টি ওয়ান  টিভির উপ-ব্যাবস্থাপনা পরিচালক রিদোয়ান হোসেন কক্সবাজারে আগমনে ফুলেল শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক ৩ দিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী মোনালিসা ‘জুলাই শহীদ’ ও ‘যোদ্ধারা’ মাসিক ১৫ ও ২০ হাজার টাকা করে ভাতা পাবেন ইউটিউব আইডি থেকে জি-মেইল বের করে ১৩ লাখ টাকা জিতলেন গবেষক ছবি ও অ্যাপ ডিলিট ছাড়াই আইফোনের স্টোরেজ খালি করুন! কোস্ট গার্ড উপকূলীয় জনগণের নিকট আস্থার প্রতীকে পরিণত : স্বরাষ্ট্র উপদেষ্টা মিরপুর ও হাতিরঝিলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত পরিবেশ, জনস্বাস্থ্য রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে অগ্রাধিকার দেয়া হবে: ডিএনসিসি প্রশাসক তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চলছে অবস্থান কর্মসূচি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার বেনাপোলে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা অনুষ্ঠিত  সদরপুরে ড্রামট্রাক ও মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত, ১ মিরপুরে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে আহবায়ক কমিটি ঘোষনা নওগাঁয় সপ্তাহব্যাপী বইমেলা শুরু তিনদিন ঘন কুয়াশা পড়ার আভাস
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

বরিশালের বানারীপাড়া সাকিলের মাদকের রমরমা ব্যবসা

বরিশাল ব্যুরো :
আপলোড সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪

বরিশালের বানারীপাড়া উপজেলার পুরাতন আশ্রয়নে,পৌরসভার ৪ নং ওয়ার্ড কলেজ মোড় এলাকায় মাদকের রমরমা ব্যবসা চলছে। আর হাতের নাগালে সহজে মাদক পেয়ে অত্র এলাকায় দিনদিন মাদক সেবীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মাদক সেবীরা নেশার টাকা জোগাড় করতে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।

এলাকাবাসী অভিযোগ করে জানান,বানারীপাড়া উপজেলার খেজুরবাড়ি গ্রামের শাকিল, পৌরসভার ৪ নং ওয়ার্ড আনোয়ারের ছেলে টিটু, বাইশারী ইউনিয়নের জামাল বালি, গুয়াচিত্রায় সাব্বির নামের ব্যক্তিকে দিয়ে সাইদুল ডালা নিয়ে গাজা বিক্রি করে।খেজুর বাড়ির সুমন , কলেজ মোড় মেবাই রাসেল ও মিঠু এদেরকে দিয়ে খুচরা বিক্রি করায় শাকিল ও টিটু।

এই শাকিল ও টিটু বিশেষ কিছু রাজনৈতিক ব্যক্তিদের এবার উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ লক্ষ টাকা দেয় যেন নির্বাচনে জিতে মাদক ব্যবসায় সুবিধে পায়। কুমিল্লায় তার নামে মাদক মামলা আছে বরিশালের র্যাবের হাতে ১শ পিস ইয়াবাসহ আটক হয় শাকিল। জামিনে বেরিয়ে এসে একনাগারে ৬ বছর মাদক ব্যবসা করে এবং আবাসনের গরিব মানুষদের মাঝে মাদক ছরিয়ে দেয়। ভ্যান চালক, রিক্সা চালক, জেলে কল কারখানার কাজ করা শ্রমিকদের মাঝে মাদক ছড়িয়ে দেয় শাকিল ও টিটু। দীর্ঘ দিন ধরে ফেনসিডিল ইয়াবা ব্যবসা করে আসছে। তাহারা সময় বুঝে কৌশল পরিবর্তন করে মাদক বেচাকেনা করছেন। প্রতিদিন সকাল থেকে মাদক সেবীদের আনাগনা শুরু হয়ে রাত পর্যন্ত চলছে। এছাড়া প্রশাসনের ঝামেলা এড়াতে তিনি মাদক সেবনকারীদের নিকট মোবাইলফোনে অর্ডার নিয়ে মাদক বিক্রি করেন। তবে যে কেউ ফোন করে চাইলেই মাদক মিলবে না। মাদক পেতে হলে তার নিয়মিত একজন খরিদ্দারের সুপারিশ লাগবে। তার পরই গাঁজা, মদ, ফেনসিডিল এমনকি ইয়াবার মতো মারাত্মক নেশা জাতীয় মাদকদ্রব্য মিলবে। তবে দূরত্বনুযায়ী মাদকসেবী ক্রেতাকে বাড়তি টাকা দিতে হবে। এলাকাবাসীর অভিযোগ শাকিল,টিটু,জামাল বালী,সাব্বির, সাইদুল, সুমন, মেবাই রাসেল,মিঠু এদের মাদক ব্যবসার কারণে আমাদের ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে ওই মাদক ব্যবসায়ীদের কিছু বললে আমাদের বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদান করে থাকে তাই আমরা এলাকাবাসী শাকিল ও টিটুর ভয়ে দিন পার করে থাকি। ফলে তিনি লাভবান হলেও হাতের নিকট সহজে মাদক পেয়ে অত্র এলাকার শ’ শ’ উঠতি বয়সী যুবক,ভ্যানচালক, রিস্কা চালক,জেলে,কল কারখানার শ্রমিক, আবাসনের দিনমজুর মাদকের নেশায় আশক্ত হয়ে মাদক সেবন করছে। প্রথমে বিভিন্ন আজুহাতে পরিবার থেকে নেশার টাকা নিলেও পরে নেশার টাকা জোগাড় করতে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে অত্র এলাকায় ছিচকে চোর বৃদ্ধি পেয়েছে।প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শাকিল,টিটু,জামাল বালি,সাব্বির, সাইদুল, সুমন, মেবাই রাসেল,মিঠু

চালাচ্ছে রমরমা মাদক ব্যবসা। খেজুর বাড়ি শাকিল,পৌরসভার ৪ নং ওয়ার্ড আনোয়ারের ছেলে টিটু, বাইশারী ইউনিয়নের জামাল মাদকের গডফাদার। এবিষয় নিয়ে স্থানীয় বাসীন্দারা একাধিকবার নিষেধ করলেও তাদের উপর চড়াও হয়ে ভয় ভিতী দেখিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে।প্রতিবেশীরা জানান,শাকিল, টিটু,জামল মাদক ব্যবসায় আমাদের ছেলে মেয়ের ক্ষতি হচ্ছে। মানুষের কাছে আমাদের মুখ দেখাতে পারি না। মাদক বিক্রি করতে নিষেধ করলে উল্টো আমাদের বিভিন্ন হুমকি দিয়ে মার মূখী আচারন করে।
বিষয়টির দিকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।


এই বিভাগের আরও খবর