ঝিনাইদহ জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই নেছার উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ হাটগোপালপুর বাজারে এই অভিযান পরিচালনা করে।
বুধবার ৩.৩০ মিনিটে সদর থানাধীন হাটগোপালপুর বাজারের
ঝিনাইদহ মাগুরা হাইওয়ে সড়কের পাশে মেসার্স মিদুলা ষ্টোরের সামনে থেকে আসামি ১।অমল (৫০), পিতাঃমৃত অনিল চন্দ্র বিশ্বাস,২।দিপু (২২), পিতা:অমল ,উভয় সাং: কাঞ্চনপুর, থানা/ জেলা ঝিনাইদহ’দ্বয়কে ৪০০ (চারশত) পিচ অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।