বিপুল পরিমাণ মাদকদ্রব্য ১৪ কেজি গাঁজাসহ সাহারাফ হোসেন মুন্সী ও জিয়াউল ইসলাম নামের ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের মাদক ও চোরাচালান রোধে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। সর্বদাই দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও মাদক মুক্ত দেশ গড়তে নিরলস ভাবে কাজ করে সাধারণ জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে র্যাব। মহাপরিচালক র্যাব ফোর্সেস মহোদয়ের সুস্পষ্ট নির্দেশনা মোতাবেক র্যাব ব্যাটালিয়ন সমূহ সর্বাত্মক ভাবে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় র্যাব—৮, বরিশাল, সদর কোম্পানী এবং র্যাব—৬, খুলনা, সদর কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল রবিবার রাত ৯ টায় পিরোজপুর ইকদার মল্লিক বাস স্ট্যান্ড তিন রাস্তার মোড়ে আব্দুস সালাম ফকিরের চায়ের দোকানের সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে, স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদ্বয় স্বীকার করে যে, তারা গাঁজা ক্রয়—বিক্রয়ের সাথে জড়িত এবং তাদের কাছে গাঁজা রক্ষিত আছে। উপস্থিত জনগণের সামনে আসামীদের দুজনের হাতে থাকা স্কচটেপ মোড়ানো দুটি কাগজের বড় কার্টুন থেকে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহণে ব্যবহৃত একটি মোটরসাইকেল প্লাটিনা, ১০০ সিসি ( কালো)এবং ০২ টি মোবাইল জব্দ করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী সাহারাফ বাগেরহাট মোড়লগঞ্জ মুলহাতা গ্রামের তোছেন উদ্দিন মুন্সী ছেলে অপর মাদক ব্যবসায়ী জিয়াউল ইসলাম পিরোজপুর সদর খাউলবুনিয়া গ্রামের আব্দুল খালেক খানের ছেলে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র্যাব। পরে আসামী ও উদ্ধারকৃত আলামতসহ থানায় হস্তান্তর করা হয়।