শিরোনাম
টানা কয়েক দিনের বর্ষণে জলাবদ্ধতায় রূপগঞ্জে দুই লাখ মানুষের দুর্ভোগ প্রতারক মান্নান ও ওরফে ডিসির সিও মানিকের খপ্পরে পড়ে অসহায় সেলিনা পারভীন আজ সর্বহারা! নওগাঁয় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন কোটালীপাড়ার শুয়াগ্রাম ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বিনয় সভাপতি ও তসলিম সাধারণ সম্পাদক নির্বাচিত মৌমাছি স্কুলের খুদে শিক্ষার্থীরা আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে স্ট্যাডি ট্যুরে একটি হারানো বিজ্ঞপ্তি নিউজ ২১ বাংলা টিভি’র পরিচালকের দ্বায়িত্ব পেয়েছেন সাংবাদিক মোহাম্মদ মেসবাহ উদ্দিন যশোর হোমিওপ্যাথিক কলেজ হামলা-মারপিট ও পদত্যাগ পত্রে জোর পূর্বক স্বাক্ষরের ঘটনায় থানায় মামলা, গ্রেফতার দুই ১৯৮৮ সালের পর এমন পরিস্থিতি কখনও দেখেননি শেরপুরবাসী কোটালীপাড়ায় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা সাংবাদিকের সাথে ভুলবোঝাবুঝি হয়েছে- বদলগাছি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক রাষ্ট্র সংস্কারের পাশাপাশি কিছু মৌলিক বিষয়ে কাজ করার প্রস্তাব জামায়াতের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চরফ্যাশনে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা নিন : মির্জা ফখরুল সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক শ্বশুর-শাশুড়ীর বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে! পুলিশকে অপরাধের তথ্য দিন দ্রুত ব্যবস্থা নেয়া হবে কুষ্টিয়া পুলিশ সুপার কোটালীপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সন্ত্রাস চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে রূপগঞ্জে যুবদলের সমাবেশ
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৪৪ অপরাহ্ন

ঝিনাইদহে সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফের বাড়িতে ককটেল বিস্ফোরণ!

সাকিব রহমান, ঝিনাইদহ প্রতিনিধি-
আপলোড সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল আলমের বাড়িতে সোমবার দুপুরে ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এঘটনায় কেউ হতাহত হয়নি। তবে পুলিশ তার বাড়িতে তল্লাসী চালিয়ে পিস্তলের একটি ম্যাগজিন, একটি অবিস্ফরিত ককটেল, দেশী অস্ত্র ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে।

এ খবর নিশ্চেত করেন ঝিনাইদহ সদর থানার ওসি মোঃ শাহিদ উদ্দীন। স্থানীয় কুমড়াবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল করিম জানান, গ্রামবাসির কাছে শুনেছি সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল আলমের বন্ধ করা বাড়িতে তার ছেলে আটকা পড়ে। প্রতিবেশিরা ছেলেটিকে উদ্ধার করতে গিয়ে ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে ঠিক কি ভাবে ককটেলের বিস্ফোরণ ঘটেছে তা তিনি বলতে পারেন নি। খবর পেয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও সদর থানার ওসি শাহিন উদ্দীন ঘটনাস্থলে পৌছে বাড়িতে অভিযান চালায়। এ সময় আ’লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম বাড়িতে ছিলেন না। ককটেল বিস্ফোরণের পরপরই তিনি গাঢাকা দিয়েছেন বলে পুলিশ কর্মকর্তারা জানান। স্থানীয় ইউপি মেম্বর জিল্লুর রহমান জানান, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল আলমের বাড়িতে ঠিক কি ঘটেছে তার আমরা বলতে পারছি না। তবে ককটেল বা বোমা যাইহোক বিস্ফোরণ ঘটার পরই খবরটি জানাজানি হয়ে পড়ে। ঝিনাইদহ সদর থানার ওসি মোঃ শাহিদ উদ্দীন জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে আমরা বাড়িতে তল্লাসী চালায়। সেখান থেকে পিস্তলের একটি ম্যাগজিন, একটি অবিস্ফরিত ককটেল, দেশী অস্ত্র ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে কথা বলতে কুমড়াবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।


এই বিভাগের আরও খবর