মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ ভ্যানে ২ মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
টেকাব (২য় পর্যায়) প্রকল্প ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ৪০ জন বেকার যুবক ও যুব নারীদের উপজেলা পর্যায়ে দুই মাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেটওয়াকিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক শেখ মো. নাসির উদ্দিন। উপজেলা সহকারী প্রোগ্রামার শারমিন আক্তারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল আজিজ আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদ শুভ্র,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানি নাগ, উপজেলা সমবায় কর্মকর্তা বিন্দু রানী পাল সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।