শিরোনাম
কুরিয়ার সার্ভিস কাভার্ড ভ্যান থেকে তিন কোটি টাকার ভারতীয় শাড়ী আটক কুড়িগ্রামে মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তি, যুবক গ্রেফতার নওগাঁয় নৌকা শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমনিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে পথ নাটক প্রদর্শনী অনুষ্ঠিত কোটালীপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত আজ মর্ত্য ছাড়বেন দুর্গতিনাশিনী আজ থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা-বাজারজাত নিষিদ্ধ তাঁতিবাজারে পূজামণ্ডপের কাছে ছিনতাইয়ের ঘটনায় মামলা সংসদ সচিবালয়ের যুগ্মসচিব কিবরিয়া মজুমদার বিজিবির হাতে আটক নওগাঁয় টাস্কফোর্স অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা নওগাঁয় পরিবেশ উন্নয়ন সংস্থার দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন চরফ্যাশনে স্পোকেন ইংলিশ ও ক্যারিয়ার ডেভলপমেন্ট শীর্ষক সেমিনার ও্র বৃক্ষ রোপণ কর্মসূচী বিজিবির আঞ্চলিক অধিনায়কের পুজা উপলক্ষ্যে বিএসএফকে মিষ্টি উপহার বাসাবাড়িতে আপাতত গ্যাস সংযোগ দেওয়া হবে না : উপদেষ্টা গাজায় নিহতের সংখ্যা ৪২,১৭৫ কোটালীপাড়ায় দুর্গাপূজার আনসার নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগ কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ১ জন জেল পলাতক আসামি গ্রেফতার। পূর্বাচলে প্লটের দাবিতে ক্ষতিগ্রস্ত আদিবাসীদের অবরোধ-বিক্ষোভ কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন রাজস্ব বোর্ডের কমিশনার অরুণ কুমার বিশ্বাস
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন

মেঘনার চরে একের পর এক দেখা মিলছে রাসেলস ভাইপারের

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
মেঘনার চরে একের পর এক দেখা মিলছে রাসেলস ভাইপারের

এবারেই প্রথম নয় গত কয়েকবছর চাঁদপুরের মেঘনা চরাঞ্চলীয় এলাকায় একের পর এক দেখা মিলছে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) নামক সাপের। সর্বশেষ দেখা মিলে চাঁদপুর জেলা শহরের পুরান বাজার হরিসভা এলাকায়।

শুক্রবার সকাল ৯টার দিকে হরিসভা মেঘনা নদীর পাড়ে শহর সংরক্ষণ বাঁধে কাজ করা শ্রমিকরা বালুভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ফেলতে গিয়ে রাসেলস ভাইপারের দেখা পায়। তবে এখন পর্যন্ত মেঘনা উপকূল ছাড়া জেলার সমতল এলাকায় এই সাপের দেখা মেলেনি।

স্থানীয় বাসিন্দা কার্তিক বলেন, শ্রমিকরা রাসেলস ভাইপার সাপ দেখলে ডাক চিৎকার দেয়। এ সময় স্থানীয় বিভিন্ন বয়সি লোকজন ছুটে আসে। এরপর সাপটিকে কারেন্টজাল দিয়ে মুড়িয়ে এবং পিটিয়ে মেরে ফেলে কিশোর ও যুবকরা। পরে মেঘনা নদীতে ফেলে দেয়।

গত কয়েক বছর মেঘনা উপকূলীয় এলাকা চাঁদপুর শহরের কোড়ালিয়া রোড, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাইমচর উপজেলার কয়েকটি এলাকায় এই রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) নামক সাপের দেখা মেলে। এসব সাপের মধ্যে শহরের কোড়ালিয়া রোডে ধরা পড়া রাসেলস ভাইপার সাপটি বন বিভাগ নিয়ে যায়। বাকি অন্য স্থানে ধরা পড়া সাপগুলো স্থানীয়রা পিটিয়ে মেরে পেলে।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাখাওয়াত হোসেন বিষধর রাসেলস ভাইপার সাপের কামড় প্রসঙ্গে জনসচেতনতার জন্য বলেন, যেকোনো বিষধর সাপে কামড়ালে কোনো ওঝার কাছে না নিয়ে, সময় নষ্ট না করে ওই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে। কামড়ের সঙ্গে সঙ্গে যতটা দ্রুত হাসপাতালে আনা যায়, ততটাই ভালো হবে।

তিনি আরও বলেন, সাপে কামড় দিলে কোনো রশি দিয়ে বাঁধা যাবে না। সেখানে গামছা বা ওড়নাসহ সুতি জাতীয় কাপড় দিয়ে হালকা করে বাঁধতে হবে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান এ প্রসঙ্গে বলেন, যেকোনো বিষাক্ত সাপে কামড়ালে বিষ প্রতিষেধকের একই অ্যান্টিভেনম ভ্যাকসিন দেওয়া হয়। আমাদের হাসপাতালে ১৩০টি অ্যান্টিভেনম মজুদ রয়েছে। এর পাশাপাশি আরও ২০০ চাহিদার কথা স্বাস্থ্য  মন্ত্রণালয়ে জানানো হয়েছে।


এই বিভাগের আরও খবর