ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের প্রতিটি অঞ্চলে সর্বোচ্চ মানের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ প্রতিষ্ঠানটি নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: সিইসি হৃদয়বিদারক ঘটনা: কারাবন্দি ছাত্রলীগ নেতার স্ত্রী ও সন্তানের পাশাপাশি দাফন ২০ কোটি ৬৭ লাখ টাকার ভারতীয় শাড়িসহ চোরাকারবারিকে আটক ভারতে টি-20 বিশ্বকাপ নিয়ে কি যানালো ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশ না খেললে বিশ্বকাপে না খেলতে পারে পাকিস্তানও বিশ্বকাপ দলের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন আসিফ নজরুল ছোলা ও অ্যাংকর ডালে নতুন করে মূল্যবৃদ্ধি বিশ্বকাপ প্রসঙ্গে আজ লিটনদের সঙ্গে বৈঠকে বসছেন আসিফ নজরুল যার মালিক আল্লাহ, তা অন্য কারও দেওয়ার ক্ষমতা নেই তারেক রহমান

চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ

সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন খনন প্রতিষ্ঠান মা’আদেন নতুনভাবে চারটি খনি এলাকা থেকে মোট ৭৮ লাখ আউন্স (প্রায় ২ লাখ ২১ হাজার কেজি) স্বর্ণ উত্তোলন করেছে। খবরটি নিশ্চিত করেছে গালফ নিউজ।

কোম্পানিটির ঘোষণা অনুযায়ী, এই বিপুল পরিমাণ স্বর্ণ উত্তোলনের মাধ্যমে দেশটির খনিজ সম্পদের মজুত বৃদ্ধি পাবে এবং মা’আদেনকে বিশ্বমানের সোনা উত্তোলনকারী প্রতিষ্ঠানের অবস্থানে আরও শক্তিশালী করা সম্ভব হবে।

NEW21
NEW21

উত্তোলিত স্বর্ণের মধ্যে সবচেয়ে বেশি এসেছে মানসুরাহ মাসসারাহ খনি থেকে, যেখানে ৩০ লাখ আউন্স স্বর্ণ সংগ্রহ করা হয়েছে। এরপর উরুক ২০/২১ ও উম্ম আস সালাম খনি থেকে মিলিয়ে ১৬ লাখ ৭০ হাজার আউন্স এবং নতুন খনি ওয়াদি আল জাও থেকে ৩০ লাখ ৮০ হাজার আউন্স স্বর্ণ উত্তোলন করা হয়েছে। ওয়াদি আল জাও খনি থেকে এবারই প্রথম স্বর্ণ উত্তোলন করা হলো।

মা’আদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, “এ ফলাফল প্রমাণ করছে যে কোম্পানির দীর্ঘমেয়াদি কৌশল মাঠপর্যায়ে কার্যকর হচ্ছে। এই কারণে আমরা সৌদি আরবের স্বর্ণ ভান্ডারে বড় বিনিয়োগ অব্যাহত রাখছি।”

তিনি আরও বলেন, “চারটি এলাকায় খননকাজের মাধ্যমে ৭০ লাখ আউন্সের বেশি স্বর্ণ উত্তোলন মা’আদেনের সম্ভাবনাকে প্রতিফলিত করছে। খনি অনুসন্ধান ও উন্নয়নের কাজের সঙ্গে সঙ্গে আমাদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে, যা ভবিষ্যতে নগদ অর্থ প্রবাহের ক্ষেত্রে সহায়ক হবে।”

মা’আদেনের এই উদ্যোগ দেশের খনিজ সম্পদ ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক বাজারে সৌদি আরবকে স্বর্ণ উত্তোলনে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

দেশের প্রতিটি অঞ্চলে সর্বোচ্চ মানের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ প্রতিষ্ঠানটি

চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ

আপডেট সময় : ০৩:২৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন খনন প্রতিষ্ঠান মা’আদেন নতুনভাবে চারটি খনি এলাকা থেকে মোট ৭৮ লাখ আউন্স (প্রায় ২ লাখ ২১ হাজার কেজি) স্বর্ণ উত্তোলন করেছে। খবরটি নিশ্চিত করেছে গালফ নিউজ।

কোম্পানিটির ঘোষণা অনুযায়ী, এই বিপুল পরিমাণ স্বর্ণ উত্তোলনের মাধ্যমে দেশটির খনিজ সম্পদের মজুত বৃদ্ধি পাবে এবং মা’আদেনকে বিশ্বমানের সোনা উত্তোলনকারী প্রতিষ্ঠানের অবস্থানে আরও শক্তিশালী করা সম্ভব হবে।

NEW21
NEW21

উত্তোলিত স্বর্ণের মধ্যে সবচেয়ে বেশি এসেছে মানসুরাহ মাসসারাহ খনি থেকে, যেখানে ৩০ লাখ আউন্স স্বর্ণ সংগ্রহ করা হয়েছে। এরপর উরুক ২০/২১ ও উম্ম আস সালাম খনি থেকে মিলিয়ে ১৬ লাখ ৭০ হাজার আউন্স এবং নতুন খনি ওয়াদি আল জাও থেকে ৩০ লাখ ৮০ হাজার আউন্স স্বর্ণ উত্তোলন করা হয়েছে। ওয়াদি আল জাও খনি থেকে এবারই প্রথম স্বর্ণ উত্তোলন করা হলো।

মা’আদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, “এ ফলাফল প্রমাণ করছে যে কোম্পানির দীর্ঘমেয়াদি কৌশল মাঠপর্যায়ে কার্যকর হচ্ছে। এই কারণে আমরা সৌদি আরবের স্বর্ণ ভান্ডারে বড় বিনিয়োগ অব্যাহত রাখছি।”

তিনি আরও বলেন, “চারটি এলাকায় খননকাজের মাধ্যমে ৭০ লাখ আউন্সের বেশি স্বর্ণ উত্তোলন মা’আদেনের সম্ভাবনাকে প্রতিফলিত করছে। খনি অনুসন্ধান ও উন্নয়নের কাজের সঙ্গে সঙ্গে আমাদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে, যা ভবিষ্যতে নগদ অর্থ প্রবাহের ক্ষেত্রে সহায়ক হবে।”

মা’আদেনের এই উদ্যোগ দেশের খনিজ সম্পদ ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক বাজারে সৌদি আরবকে স্বর্ণ উত্তোলনে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।