মহেশপুর সমিতি ঢাকা’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত ।
সারজিদ আহম্মেদ অপু | বিশেষ প্রতিনিধি
৯ জানুয়ারি ২০২৬ মুন্সিগঞ্জ শেকড়ের টানে মহেশপুর—এই স্লোগানকে সামনে রেখে মহেশপুর সমিতি ঢাকা’র উদ্যোগে বার্ষিক বনভোজন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে অবস্থিত স্যার জগদীশচন্দ্র বোস কমপ্লেক্সে দিনব্যাপী এই আনন্দঘন আয়োজন সম্পন্ন হয়। রাজধানী ঢাকায় বসবাসরত মহেশপুর উপজেলার বাসিন্দাদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও এই বনভোজনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ঝিনাইদহ ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেহেদী হাসান রনি, ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ,বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মহেশপুরবাসীরা। সকাল থেকেই

অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দিনব্যাপী আয়োজনে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, শিশু-কিশোরদের জন্য খেলাধুলা, র্যাফেল ড্রসহ নানা আয়োজন। অংশগ্রহণকারীরা পরিবার-পরিজন নিয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন এবং নিজেদের মধ্যে পুরোনো স্মৃতি রোমন্থন করেন। আয়োজকরা জানান, মহেশপুরের মানুষ যেখানেই অবস্থান করুক না কেন—নিজ এলাকার প্রতি ভালোবাসা ও ঐক্য বজায় রাখাই এই বনভোজনের মূল উদ্দেশ্য। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। দিনের শেষে পুরস্কার বিতরণী ও র্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয় মহেশপুর সমিতি ঢাকা’র বার্ষিক বনভোজন ২০২৬।
প্রতিনিধির নাম 


















