অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপের কন্যা লুইসা জ্যাকবসন কি তবে নিজের প্রেমের ঘোষণা দিলেন? ভালোবাসার মানুষকে প্রকাশ্যে এনে চমকে দিলেন সবাইকে! নিজের দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে সমকামী সম্পর্কে জড়িয়ে বেশ আলোচনায় নাম তুলেছেন এই অভিনেত্রী।
সঙ্গী অ্যানা ব্লান্ডেলের সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সমকামী প্রেমের সম্পর্কে জড়ানোর ইঙ্গিত দিলেন লুইসা। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আনন্দময় নতুন অধ্যায়ে প্রবেশ করতে পেরে ভীষণ খুশি।’ এর আগেও একাধিকবার ব্লান্ডেলের সঙ্গে ছবি শেয়ার করেছেন লুইসা।
অভিনেত্রী মেরিল স্ট্রিপ হলিউডের শীর্ষস্থানীয় ও বিশ্বজুড়ে পরিচিত এক অভিনেত্রী। ‘সোফিস চয়েজ’, ‘দ্য আয়রন লেডি’, ‘দ্য ডেভিল ওয়ারস প্রাদা’সহ প্রায় ১০০ সিনেমায় অভিনয় করেছেন স্ট্রিপ। অভিনয়ের জন্য পেয়েছেন তিনবার অস্কার পুরস্কার।
ব্যক্তি জীবনে ১৯৭৮ সালে ভাস্কর ডন গ্যামারকে বিয়ে করেন মেরিল স্ট্রিপ। ৪২ বছরের সংসারজীবনে চার সন্তানের মা হয়েছেন মেরিল। এ চার সন্তানের একজন লুইসা। মায়ের পথ অনুসরণ করে অভিনয়ে পা রেখেছেন তিনি।