ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মাঝারি এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে।
ভূমিকম্পের পর নরসিংদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঝাঁকুনিতে অনেকের ঘরের আসবাব পড়ে নষ্ট হয়ে গেছে। অনেক বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে। জেলার পলাশ উপজেলার অন্তত দুটি স্থানে ভূমিকম্পের প্রভাবে মাটিতে ফাটলের সৃষ্টি হয়েছে। এর মধ্যে একটি পৌর এলাকার দড়িহাওলাপাড়ার বাসস্ট্যান্ডসংলগ্ন পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনের কাঁচা রাস্তায় ফাটল দেখা দিয়েছে।

রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একটি দল। তারা জানান, সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করছেন গবেষণার জন্য।
নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই সাভারের বাইপাইলে আবারও কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে এই কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।
আবহাওয়া অফিসের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। এতে বলা হয়, এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর পলাশে।
এর আগে, গতকাল সকালে ঢাকা থেকে ১৪ কিলোমিটার পূর্বে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারান।
NEWS21 staff Musabbir khan 





















