ঝালকাঠি নলছিটি উপজেলার ভবানীপুর গ্রামে পূর্ব শত্রুতা এবং জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে শহিদুল ইসলাম শাওন নামের এক তরুণকে রড দিয়ে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে একই বাড়ির জসিম মোল্লা, নবীন মোল্লা, নাঈম, নীরব, খাদিজা, হেনা মনি, নাসিমা সহ দুর্বৃত্তরা।
সোমবার (২৪ শে জুন) দুপুর ১২ টার দিকে ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত শাওন অভিযোগ করে বলে, তাদের একই বাড়ির জসিম মোল্লা, নবীন মোল্লা নাঈমসহ অন্যান্যরা মিলে খলিফা বাড়ি, আফজাল খলিফার বসতবাড়িতে ঘর দরজা ভেঙে ঢুকে প্রকাশ্যে কুপিয়ে এবং রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে পালিয়ে যায় তারা। আহত শাওনকে ওই এলাকার আমিন, আল আমিন, সাগর এগিয়ে এসে উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা হাসপাতালে নিয়ে যায় পরে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকা জনক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে বলে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের বেডে বসে শহিদুল ইসলাম শাওন অভিযোগ করে নিউজ টোয়েন্টি ওয়ানকে জানায়,দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্য জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষরা এর যের ধরে পরিকল্পিতভাবে হামলা চালায়। তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং বাম হাত ভেঙে দেয়।আমি দোষীদের আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। বর্তমানে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আসু সুদৃষ্টি কামনা করে ভুক্তভোগী পরিবার বর্গ।