সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
রবিবার (২৩ জুন) বিকেলে সলঙ্গা থানা আওয়ামী লীগের উদ্দ্যেগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্লাটিনাম জয়ন্তীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৬৫সিরাজগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো.শফিকুল ইসলাম (শফি) প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৬৪ সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ।
সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,রায়গঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো.গোলাম হোসেন শুভন,উল্লাপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোছাঃ সেলিনা মির্জা মুক্তি,থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান লাভু,সিনিয়র সহ সভাপতি শ্রী ফণিভূষন পদ্দার,হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.হেদায়েতুল আলম আলম রেজা,রামকৃষ্ণ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম হিরো,সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সলঙ্গা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.মোখলেছুর রহমান তালুকদার,সলঙ্গা থানা কৃষক লীগের সভাপতি মো.আঃ হান্নান নান্নু সাধারণ সম্পাদক মো.আখতারুজ্জামান সাচ্ছু,সলঙ্গা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো.রিয়াদুল ইসলাম ফরিদ,যুগ্ম আহবায়ক মোঃমাহমুদুল হক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.ইমরান হাসান লিংকন, সাধারণ সম্পাদক মো.আরিফ তালুকদার,সলঙ্গা থানা ছাত্র লীগের সভাপতি মো.তৌহিদুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক মো.রিপন সরকার, সহ সলঙ্গা থানার ৬টি ইউনিয়নের আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কেক কাটা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।