ফেনীতে নিজামুদ্দিন (৪২) নামে এক কাপড়ের ব্যবসায়ী পরকীয়ার সন্দেহে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন।
শুক্রবার রাতে ১১টার দিকে ফেনী সদর উপজেলার মোটো বি ইউনিয়ান বাংলা থেকে নেজামের লাশ উদ্ধার করা হয়।
নিহত নেজামউদ্দিন মোটুবি ইউনিয়ন পূর্ব কচুয়া গ্রামের আহসান উল্লাহর ছেলে তিনি দীর্ঘদিন যাবত ফেনী শহরের রাঝির দিঘির পাড়ে কাপড়ের ব্যবসা করতেন।
নিহতর পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯ টার দিকে ব্যবসার কাজ শেষ করে বাড়িতে আসেন ঘর থেকে আবার ১১ সময় নিজের প্রয়োজনে গ্রামের দোকানে যান তার বাসার আত্মীয়-স্বজনেরা তার মোবাইল ফোন বন্ধ তাকে খোঁজাখুঁজি করেন একটি ডোবার পারে নিজামুদ্দিনের লাশ তার বড় ভাই নুর নবী পান খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেন নাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে মর্গে পেরণ করেন।
স্থায়ী ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন নিজামুদ্দিনের সাথে তার বড় ভাইয়ের অনেকদিন যাবত বিরত চলতেছে প্রকল্পিতভাবেই নিজামুদ্দিনকে হত্যা করেন তার বড় ভাই তার ১ ছেলে ১মেয়ে
তারা আত্মীয়-স্বজনরা ঘাতক বড় ভাইর ফাঁসি চাই
ফেনী জেলা প্রতিনিধি, আর এ জাবেদ 























