মুন্সীগঞ্জের সিরাজদিখানের রাজদিয়া স্কুল অ্যান্ড কলেজের ৪ তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ।
শুক্রবার বেলা ১১ টায় ভবন উদ্বোধন কালে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন স্যার জগদীশ চন্দ্র বসু ঠাকুরের নামে একটি বিশ্ববিদ্যালয় করা হবে। তাছাড়া বালুচর-মোল্লাবাজার সেতুটি দ্রুত কাজ সমাপ্ত করার লক্ষে ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়েছে। এছাড়া আরো ৩ টি ব্রীজের কাজ হাতে নেওয়া হয়েছে।
এ সময় সাথে ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান আওলাদ হোসেন মৃধা, ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন, ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া, রাজদিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি সভাপতি কৃষিবিদ মুকসুদ আলম খান মুকুট, অধ্যক্ষ বিম্বজিৎ ঘোষ, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইঞ্জিনিয়ার গোলাম মাওলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিআরডিবি চেয়ারম্যান তাজুল ইসলাম পিন্টু, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সামছুল হক প্রমুখ।