নিয়োগবিধি সংশোধন, কর্মকালীন প্রশিক্ষণ ও বেতন কাঠামো ১৪তম গ্রেডে উন্নীত করাসহ ছয় দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছেন গাজীপুরের স্বাস্থ্য সহকারীরা।
শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে গাজীপুর সদর, কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলায় একযোগে তারা কর্মবিরতি পালন করছেন।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন গাজীপুর জেলা শাখার সভাপতি আরিফ হোসেন সিকদার বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।”
এ কারণে উপজেলা পর্যায়ে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)সহ সব ধরনের টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে।
এদিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধনও করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কাপাসিয়া শাখার সদস্যরা।