ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াত ইস্যুতে হেফাজতের আমিরের ব্যক্তিগত বক্তব্য হাসিনাকে ফেরানোর যন্য রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়েছে : দুদক চেয়ারম্যান কুষ্টিয়ায় বিজিবির অভিযান, ১৪ কোটি টাকার চায়না জাল জব্দ সদরপুরে মা-ইলিশ রক্ষায় অভিযান: ৭ জেলেকে কারাদণ্ড, ৫ হাজার মিটার জাল জব্দ সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সাতক্ষীরায় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে টিভিসি ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন মুক্তির আগে ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতন চালাচ্ছে ইসরায়েল রাজধানীতে ধানের শীষে ভোট চাইলেন যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ হল্যান্ড-মেসির গোল উৎসবের রাতে পেনাল্টি মিসে ম্লান রোনালদো ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে যা করতে হবে বাংলাদেশকে

ভারতের জয়কে ‘অপারেশন সিঁদুরের’ সঙ্গে তুলনা, মোদিকে পাল্টা জবাব ন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

এশিয়া কাপের শিরোপা জেতায় ভারতের পুরুষ দলকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি এই জয়কে তুলনা করেছেন অপারেশন সিঁদুরের সঙ্গে। তবে এমন তুলনার মাধ্যমে ক্রিকেটের রাজনীতিকরণের অভিযোগ তুলে পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।

মহসিন নকভি একই সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান। গত মে মাসে কাশ্মীরে হামলার জেরে পাকিস্তানে চালানো ভারতের অভিযানের নাম ছিল ‘অপারেশন সিঁদুর’।

রোববার রাতে ভারতের জয়ের পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে (সাবেক টুইটার) লিখেন, ‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর। ফলাফল একইরকম। ভারতের বিজয়।’ নরেন্দ্র মোদির এমন বার্তার জবাবে মহসিন নকভিও এক্সে লিখেছেন, ‘খেলার সঙ্গে যুদ্ধকে মেশানোটা অসহায়ত্বকে প্রকাশ করে। কলঙ্কিত করে খেলার আসল চেতনাকে।’

নরেন্দ্র মোদিকে খোঁচা দিতেও ছাড়েননি নকভি। লিখেছেন, ‘যুদ্ধই যদি আপনাদের গৌরবের মাপকাঠি হয়, তবে ইতিহাসের দিকে তাকান। সেখানে পাকিস্তানের কাছে আপনাদের লজ্জাজনক পরাজয়ের রেকর্ড আছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে নতুন করে লিখতে পারবে না।’

পাকিস্তানি গণমাধ্যম ডন লিখেছে, এমন কথার মাধ্যমে নকভি মূলত গত মে মাসের সংঘাতে পাকিস্তানের সাফল্যের প্রতি ইঙ্গিত করেছেন।

আসর শেষে দুই দেশের রাজনীতিবিদরা ক্রিকেটের সঙ্গে ‘যুদ্ধের’ প্রসঙ্গে আনলেও, খেলার মাঠে মূলত এর শুরুটা করেছিলেন ক্রিকেটাররাই। সপ্তাহ খানেক আগে এশিয়া কাপের ম্যাচে অর্ধশতক হাঁকানোর পর ব্যাট তাঁক করে উদযাপন করেন পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহান। পরে ভারতীয় গণমাধ্যমগুলোতে এই উদযাপনকে তুলনা করা হয় ‘একে-৪৭’ অস্ত্র দেখানোর সঙ্গে।

পাকিস্তানি আরেক ক্রিকেটার হারিস রউফও মাঠে হাত দিয়ে প্লেন ভূপাতিত করার ভঙ্গি দেখান। এনডিটিভির খবর, রোববার ফাইনাল ম্যাচে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাও একই ভঙ্গি দেখিয়ে রউফকে জবাব দিয়েছেন। এ ছাড়া, গ্রুপ পর্বের ম্যাচে হাত না মেলানো নিয়েও ভারতীয় ক্রিকেটাররা বিতর্ক উসকে দিয়েছিলেন। যে উত্তেজনা ফাইনাল ম্যাচেও দেখা গেছে- পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে শিরোপা নিতে অস্বীকৃতি জানান সূর্যকুমার যাদবরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জামায়াত ইস্যুতে হেফাজতের আমিরের ব্যক্তিগত বক্তব্য

ভারতের জয়কে ‘অপারেশন সিঁদুরের’ সঙ্গে তুলনা, মোদিকে পাল্টা জবাব ন

আপডেট সময় : ০৬:০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপের শিরোপা জেতায় ভারতের পুরুষ দলকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি এই জয়কে তুলনা করেছেন অপারেশন সিঁদুরের সঙ্গে। তবে এমন তুলনার মাধ্যমে ক্রিকেটের রাজনীতিকরণের অভিযোগ তুলে পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।

মহসিন নকভি একই সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান। গত মে মাসে কাশ্মীরে হামলার জেরে পাকিস্তানে চালানো ভারতের অভিযানের নাম ছিল ‘অপারেশন সিঁদুর’।

রোববার রাতে ভারতের জয়ের পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে (সাবেক টুইটার) লিখেন, ‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর। ফলাফল একইরকম। ভারতের বিজয়।’ নরেন্দ্র মোদির এমন বার্তার জবাবে মহসিন নকভিও এক্সে লিখেছেন, ‘খেলার সঙ্গে যুদ্ধকে মেশানোটা অসহায়ত্বকে প্রকাশ করে। কলঙ্কিত করে খেলার আসল চেতনাকে।’

নরেন্দ্র মোদিকে খোঁচা দিতেও ছাড়েননি নকভি। লিখেছেন, ‘যুদ্ধই যদি আপনাদের গৌরবের মাপকাঠি হয়, তবে ইতিহাসের দিকে তাকান। সেখানে পাকিস্তানের কাছে আপনাদের লজ্জাজনক পরাজয়ের রেকর্ড আছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে নতুন করে লিখতে পারবে না।’

পাকিস্তানি গণমাধ্যম ডন লিখেছে, এমন কথার মাধ্যমে নকভি মূলত গত মে মাসের সংঘাতে পাকিস্তানের সাফল্যের প্রতি ইঙ্গিত করেছেন।

আসর শেষে দুই দেশের রাজনীতিবিদরা ক্রিকেটের সঙ্গে ‘যুদ্ধের’ প্রসঙ্গে আনলেও, খেলার মাঠে মূলত এর শুরুটা করেছিলেন ক্রিকেটাররাই। সপ্তাহ খানেক আগে এশিয়া কাপের ম্যাচে অর্ধশতক হাঁকানোর পর ব্যাট তাঁক করে উদযাপন করেন পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহান। পরে ভারতীয় গণমাধ্যমগুলোতে এই উদযাপনকে তুলনা করা হয় ‘একে-৪৭’ অস্ত্র দেখানোর সঙ্গে।

পাকিস্তানি আরেক ক্রিকেটার হারিস রউফও মাঠে হাত দিয়ে প্লেন ভূপাতিত করার ভঙ্গি দেখান। এনডিটিভির খবর, রোববার ফাইনাল ম্যাচে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাও একই ভঙ্গি দেখিয়ে রউফকে জবাব দিয়েছেন। এ ছাড়া, গ্রুপ পর্বের ম্যাচে হাত না মেলানো নিয়েও ভারতীয় ক্রিকেটাররা বিতর্ক উসকে দিয়েছিলেন। যে উত্তেজনা ফাইনাল ম্যাচেও দেখা গেছে- পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে শিরোপা নিতে অস্বীকৃতি জানান সূর্যকুমার যাদবরা।