যশোরের শার্শায় পাট বোঝায় ট্রাকের সাথে সংঘর্ষে আল-আমিন (২৫) নামে এক মটরভ্যান চালক নিহত হয়েছে।
বুধবার (১৯ জুন) বিকাল ৪ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল-আমিন শার্শা উপজেলার ৭ নং কায়বা ইউনিয়নের পশ্চিম কোটা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মটরভ্যান চালক আল-আমিন নাভারণ থেকে খালি ভ্যান চালিয়ে বাগআঁচড়া দিকে আসছিলো। অপর দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি পাট বোঝায় ট্রাক যশোরের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় জামতলা নামক স্থানে মটরভ্যান ও পাট বোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আল-আমিন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।
নাভারণ হাইওয়ে থানার উপ-পরিদর্শক মফিজুর ইসলাম জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, এবং ঘাতক ড্রাইভার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, এবিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।