গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর এলাকায় জাসাসের নবগঠিত কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলমের পুত্র আলিফ সরকারের আকিকা উপলক্ষে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুমা এক গণভোজের আয়োজন করা হয়। এ আয়োজনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিলনমেলা সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদিন রিজভী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক শাহাবুদ্দিন, সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন মাস্টার, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য তোফাজ্জল হোসেন শেখ ও মিজানুর রহমান খোকন, শ্রীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন্দ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুছ আলী নছ মিয়া, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর শিকদার, উপজেলা জাসাসের আহ্বায়ক মুকুল মিয়া, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রবিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।
এসময় ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল ইসলাম, ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রদলের মেহেদী হাসান মিম ও বিভিন্ন মসজিদের ইমামরাও উপস্থিত ছিলেন।