ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর উদ্যোগে মানিকগঞ্জে প্রথমবারের মতো হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের ৩০টি পুকুরের মধ্যে ১৯টি মৎস্য চাষীর পুকুরে বিনা মুল্যে সাড়ে ২৩ হাজার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিনা মূল্যে অবমুক্ত করা হয়েছে।
আজ ২৫ সেপ্টেম্বর সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে এ পেনা অবমুক্ত করেন ঢাকা মহাখালী সেন্টার ব্র্যাকের মাইক্রোফিন্যান্স এসোসিয়েট ডাইরেক্টর মোঃ বেলায়েত হোসেন ও মহাখালী সেন্টার ব্র্যাকের মাইক্রোফিন্যান্স চীফ অপারেটিং অফিসার মোঃ রিয়াজ উদ্দিন। এ সময় গালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শাইলখাই গ্রামের মৎস্য চাষী ফারুকের দেড় বিঘা পুকুরে দেড় হাজার পোনা অবমুক্ত করণের শুভ উদ্বোধন করা হয়।
পরে ২নং ওয়ার্ডের নওহাটা গ্রামের মোঃ হারুন শেখের বাড়িতে কৃখক-কৃষাণী ও মৎস্য চাষীদের নিয়ে অবহিত করণ বিষয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মানিকগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে কৃষকদের অবহিত করণ বিষয়ে বক্তব্য রাখেন, এসোসিয়েট ডাইরেক্টর মোঃ বেলায়েত হোসেন ও চীফ অপারেটিং অফিসার মোঃ রিয়াজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ রিজিওনাল অফিসের সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি, হরিরামপুর ঝিটকা ব্র্যাক অফিসের এরিয়া ম্যানেজার মোঃ আতাউর রহমান প্রমুখ। এ সময় ঢাকা বিভাগীয় কর্মকর্তাগণ ও আঞ্চলিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । উঠান বৈঠকে গবাদি পশু গরু, ছাগল, হাঁস-মুরগী পালন ও মৎস্য চাষ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও ইউরোপ কান্ট্রি প্রবাস ফেরৎদের আর্থিক সহযোগিতা, কৃষি কাজে ঋণ বিতরণ, বিনা মূল্যে ধান ও মাছ বিতরণ সহ কৃষকদের আর্থিক বীমা ও জীবন যাত্রার মানোন্নয়নে বিভিন্ন সহযোগিতা ব্র্যাক কর্মীদেরকে করার বিষয়ে আলোকপাত করা হয়। উঠান বৈঠকে এ সময় শতাধিক কৃষক, দেড় শতাধিক কৃষাণী ও অর্ধ-শতাধিক মৎস্য চাষী অংশগ্রহণ করেন। বাড়ির উঠানের এক কোণের এক টুকরো জাগয়াও অনাবাদি থাকবে না এবং কৃষকের এক টুকরো জমিও পতিত থাকবে না অঙ্গীকার নিয়ে অনুষ্ঠানের মুলতবি করা হয়। পরবর্তীতে এ কার্যক্রম সম্প্রসারিত করা হবে বলেও জানানো হয় ।