লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা সিরাজুল মার্কেট সংলগ্ন জমি জমা নিয়ে বিরোধ দেখা গিয়েছে।এতে করে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ সৃষ্টি হতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন ।
অভিযোগ সূত্রে জানা যায় যে , আদিতমারী উপজেলার প্রতিষ্ঠিত ব্যবসায়ী হাফিজ মিয়া ওরফে শামীম সিরাজুল মার্কেট সংলগ্ন ৪ শতক জমি আনোয়ার মিয়ার নিকট ক্রয় করেন। জমি ক্রয়ের সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান রোকুনুজ্জামান রোকন উপস্থিত ছিলেন। জমি ক্রয়ের পর জমি বুঝে নিতে গেলে আপত্তি বাজে আনোয়ার মিয়ার ভাতিজা ও চেয়ারম্যান রোকনুজ্জামান রোকনের ছোট ভাই রাকিবুজামান খোকনের সঙ্গে। খোকন দীর্ঘদিন যাবত আনোয়ার হোসেনের জায়গা অবৈধভাবে দোকানপাট করে আসছিল। আনোয়ার মিয়ার বিক্রির চার শতাংশ জমি বুঝে চান ক্রয়কারী আব্দুল হাফিজ ওরফে শামীম। আর বুঝে চাওয়াতেই আপত্তি বাজে খোকন মুন্সির। একাধিকবার স্থানীয়ভাবে বসা হলেও মানছেন না খোকন মুন্সী। জমি বিক্রেতা আনোয়ার মিয়া জমির চৌহদ্দি পূর্ব পশ্চিম উল্লেখ থাকলেও তাতে রাজি নয় খোকন মুন্সি। জমির চৌহদ্দির মধ্যে উল্লেখ থাকে যে পশ্চিমে রাস্তা সিরাজুল মার্কেট সংলগ্ন খোকন মুন্সি সংলগ্ন উত্তরে হাফিজ মিয়া ওরফে শামীম সর্ব দক্ষিণে রোকনুজ্জামান রোকন। দলিলে উল্লেখ থাকে যে জমি সকলেই পূর্ব পশ্চিমে ভোগ দখল করিবে। কিন্তু এই দলিলকেও মানতে রাজি নয় খোকন মুন্সি। আলাপকালে ফোনে খোকন মুন্সির সঙ্গে কথা বলে জানা যায় আমার দখল যেখানেই আমি সেখানেই ভোগ করব। আদালতের বিষয়ে প্রশ্ন করা হলে খোকন বলেন আদালত আমাকে দোকান খুলতে বলেছে। কাগজপত্র দেখতে চাইলে তিনি কোন কাগজ দেখাতে পারেননি।
উক্ত নালিশি জমির বিরুদ্ধে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহমুদুন্নবী বলেন একাধিকবার থানায় বসে আপস মীমাংসার কথা থাকলেও খোকন মুন্সি সময় নিয়ে টালবাহানা করছেন। দোকান খোলা এবং বন্ধ বিষয়ে কথা বললে আদিতমারী থানার ওসি বলেন মীমাংসা না হওয়া পর্যন্ত দোকান বন্ধ থাকবে। তিনি মন্তব্য করেন যে কারো জমিতে অন্যায় ভাবে দোকান তৈরি করলেই মালিক হওয়া যায় না। তাই অনতিবিলম্বে খোকন মুন্সির দোকান বন্ধ না করলে যে কোন সময় বড় ধরনের রক্তক্ষয়ি সংঘর্ষ ঘটতে পারে। প্রকাশ থাকে যে উক্ত জমিতে দোকান খোলা রাখার কুপরামর্শ দিচ্ছেন খোকন মুন্সি কে একজন আইনজীবী একজন প্রভাষক ও একজন সাংবাদিক, তারা সবাই চাচ্ছে উক্ত জমিতে রক্তক্ষয়ি সংঘর্ষ ঘটলে তাদের জন্য সুবিধা হবে, পরবর্তীতে উক্ত পরামর্শ কারীদের কু কর্মের বিস্তারিত নিয়ে সংবাদ প্রকাশ করা হবে।