ত্যাগ সংযম ও শিক্ষা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লালমোহন উপজেলাবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানিয়েছেন লালমোহন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও চরফ্যাশন ফাতেমা মতিন মহাবিদ্যালয়ের প্রভাষক মো. ইকবাল হোসাইন জুলহাস।
প্রভাষক মো. ইকবাল হোসাইন জুলহাস বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় উজ্জীবিত পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আঃ) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয়, অনুস্মরণীয়। তারই নিদর্শনস্বরূপ আমরা প্রতি বছর আল্লাহ তায়ালার সন্তুুষ্টি লাভের উদ্দেশ্যে আমাদের প্রিয় পশুকে কোরবানি করি। এই উৎসবের মধ্য দিয়ে ধনী-গরিব সকলে একে অপরের খোঁজখবর নেয়া, আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে সুসম্পর্ক তৈরী এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করতে ঈদের আনন্দ ভাগাভাগি করি।
তিনি আরও বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ সংযম ও নৈতিকতার শিক্ষা নিয়ে আসে। আমরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কত প্রাণ বিলিয়ে দেই। হোক তা পশুর প্রাণ। ধনী গরীব বৈষম্য দূর করে আমাদের ঈদুল আজহা থেকে শিক্ষা নিতে হবে যে মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য। আসুন আমরা প্রতিবেশীদের প্রতি সদয় হই এবং মানুষের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখি।
পরিশেষে পবিত্র ঈদুল আজহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক- এই কামনা করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন।
লালমোহন উপজেলা সহ সর্বস্তরের সম্মানিত মুসলমান ভাই ও বোনদের এবং অন্যান্য ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা ‘ঈদ মোবারক’।