শিরোনাম
নওগাঁয় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন কোটালীপাড়ার শুয়াগ্রাম ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বিনয় সভাপতি ও তসলিম সাধারণ সম্পাদক নির্বাচিত মৌমাছি স্কুলের খুদে শিক্ষার্থীরা আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে স্ট্যাডি ট্যুরে একটি হারানো বিজ্ঞপ্তি নিউজ ২১ বাংলা টিভি’র পরিচালকের দ্বায়িত্ব পেয়েছেন সাংবাদিক মোহাম্মদ মেসবাহ উদ্দিন যশোর হোমিওপ্যাথিক কলেজ হামলা-মারপিট ও পদত্যাগ পত্রে জোর পূর্বক স্বাক্ষরের ঘটনায় থানায় মামলা, গ্রেফতার দুই ১৯৮৮ সালের পর এমন পরিস্থিতি কখনও দেখেননি শেরপুরবাসী কোটালীপাড়ায় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা সাংবাদিকের সাথে ভুলবোঝাবুঝি হয়েছে- বদলগাছি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক রাষ্ট্র সংস্কারের পাশাপাশি কিছু মৌলিক বিষয়ে কাজ করার প্রস্তাব জামায়াতের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চরফ্যাশনে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা নিন : মির্জা ফখরুল সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক শ্বশুর-শাশুড়ীর বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে! পুলিশকে অপরাধের তথ্য দিন দ্রুত ব্যবস্থা নেয়া হবে কুষ্টিয়া পুলিশ সুপার কোটালীপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সন্ত্রাস চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে রূপগঞ্জে যুবদলের সমাবেশ  ফরিদগঞ্জে “নেপ ফাউন্ডেশনের” নামে প্রতারণার অভিযোগ,পালাতক মমিন কোটালীপাড়ায় সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে সহস্রাধিক ব্যবসা প্রতিষ্ঠান
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন

গরুর সাথে এ কেমন শত্রুতা!

ভোলা দক্ষিণ প্রতিনিধি॥
আপলোড সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪

ভোলার চরফ্যাশনে প্রতিবেশীর বাড়ির আঙিনায় যাওয়ায় গরুর পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী শাহজাহান ডুবাইয়ের বিরুদ্ধে। এঘটনায় পাষণ্ড ওই ব্যক্তির বিরুদ্ধে শশীভূষণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গরুর মালিক।

শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার জাহানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তাল-তলা এলাকায় এঘটনা ঘটে।

ভুক্তভোগী গরুর মালিক শফিক চৌধুরী জানান, শুক্রবার সন্ধ্যায় আমার বাড়িতে বড় গাভীর সাথে দু’মাস বয়সের একটি ছোট বাছুর রশি ছাড়া ছিল। একপর্যায়ে পাশের বাড়ির বারেক মুন্সীর ছেলে শাহজাহান ডুবাই বাড়িতে প্রবেশ করে ছোট বাছুর গরুটি। এতে শাহজাহান ডুবাই ক্ষিপ্ত হয়ে আমার গরুর পেছনের বাম পায়ের একটি রগ কেটে দেয় এবং গায়ে ছুরি দিয়ে আঘাত করে। এতে গরুটি দাঁড়াতে পারছে না।

তিনি আরও জানান, শাহজাহান ডুবাই সঙ্গে আমার কোনো ধরনের শত্রুতা নেই। তারপরও তিনি আমার গরুর সঙ্গে এমন আচরণ কেন করেছে? গ্রামের একটা নিয়ম আছে অন্যের কোনো গাছ বা ক্ষেতের ক্ষতি করলে পশুটিকে খোয়াড়ে দিতে হয়। কিন্তু তিনি তাও করেননি। বরং এই অবলা গরুর একটি পায়ের রগ কেটে দিলেন! একজন ভালো মানুষ এভাবে কখনই করতে পারেন না।

স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন বলেন, ঘটনা স্থলে গিয়ে দেখেছি শাহজাহান ডুবাইয়ের বাড়ির আঙিনায় রক্ত পরে আছে।

গরুর পায়ের রগ কাটার বিষয়টি অস্বীকার করে শাহজাহান ডুবাই বলেন, এবিষয়ে আমি কিছু জানিনা।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম. এনামুল হক বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরও খবর