ছোট ছোট বাচ্চাদের ছোট বেলা থেকেই পরিবেশ ও জলবায়ু নিয়ে চিন্তা করতে তাদের মাধ্যমেই বৃক্ষরোপণ করা একটি উত্তম উপায়।
শনিবার (১৫ই জুন) লালমনিরহাট সদরের কুলাঘাট ইউনিয়নের ছড়ার পাড় হাফেজিয়া মাদ্রাসা ও বেলেরভিটা হাফেজিয়া মাদ্রাসায় সবুজ সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে ২০০ জন ছাত্রছাত্রীদের মাঝে ফলজ আম গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয় এবং সেখানে সবুজ সেবা ফাউন্ডেশনের সদস্যরা ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ সকলের প্রতি সচেতনতা মূলক বক্তব্য রাখেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক ডা:রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সবুজ সেবা ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ ও মাদ্রাসা শিক্ষক।
এ সময় উপস্থিত ছিলেন সবুজ সেবা ফাউন্ডেশনের সভাপতি খাইরুল কবির, সহ-সভাপতি আলামিন হাসান শুভ,যুগ্ম সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম রিপন প্রমূখ।
সংগঠনটির সহ-সভাপতি পরিমল বর্মন বলেন যে এই গাছ গুলো একদিন বড় হবে এবং যে ফল হবে তা বাচ্চারা খেতে পারবে এবং গাছগুলো আমাদের পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে।
সভাপতি খাইরুল কবির বলেন আমরা লালমনিরহাট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করেছি এবং পরিবেশ জলবায়ু নিয়ে কাজ করছি, বৃক্ষরোপণ, পশুপাখির যত্ন নেওয়া, পরিচ্ছন্নতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি সময়োপযোগী পরিবেশবান্ধব যেকোন কাজে সবুজ সেবা ফাউন্ডেশন সব সময় থাকবে।