বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণসহ চার দফা দাবিতে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
অ্যাসোসিয়েশনের নেতারা অভিযোগ করেন, পল্লী বিদ্যুৎ বোর্ড (আরইবি)-এর দুর্নীতি, অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারিতার কারণে দেশের গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সেবা ব্যাহত হচ্ছে। মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা উপেক্ষা করে ভোটের মাধ্যমে নীতি নির্ধারণ, নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ক্রয় ও নন-স্ট্যান্ডার্ড লাইন নির্মাণের ফলে সাধারণ গ্রাহক ভুক্তভোগী হচ্ছেন। অথচ সকল দায়-দায়িত্ব বহন করতে হচ্ছে সমিতির কর্মকর্তা-কর্মচারীদের।
২০২৪ সাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা শোষণমুক্তির দাবিতে আন্দোলন করে আসছেন। এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ বিভাগ বিভিন্ন সময়ে একাধিক কমিটি গঠন করলেও প্রতিবেদন দাখিলে গড়িমসি ও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে। এমনকি ডিসি সম্মেলন-২০২৫ এ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূতকরণের প্রস্তাব থাকলেও বাস্তবায়ন হয়নি।
অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলে বা বিপর্যয় দেখা দিলে এর সম্পূর্ণ দায়ভার থাকবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপর।
সারা দেশের ন্যায় তাই কুষ্টিয়া অফিস আজ গণছুটির ঘোষণা দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে সারাদেশের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিলে বিদ্যুৎ সেবায় ব্যাপক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হবে।