নওগাঁ সরকারি কলেজে একাদশ শ্রেণিতে অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ করায় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুনায়েদ হোসেন জুনের ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ প্রশাসনের কর্মচারীদের বিরুদ্ধে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার আগে কলেজের সেন্ট্রাল মাইকে ঘোষণা দেওয়া হয় যে, একজন কর্মচারীকে মারধর করা হচ্ছে। এরপর ১৫–২০ জন কর্মচারীর একটি দল কলেজ চত্বরে শহীদ মিনারের পাশে জুনায়েদকে স্ট্যাম্প, লাঠি ও বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে। ঘটনার পর থেকে আহত জুনায়েদ কলেজের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিচারের দাবি জানান।