ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হাটহাজারীতে সুন্নী-কওমি সমর্থকদের উত্তেজনায় সতর্ক পুলিশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

হাটহাজারী মাদ্রাসার সামনে জুলুসের গাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্রে করে সুন্নী-কওমি সমর্থকদের মুখোমুখি অবস্থার ঘটনায় রাত ১১টায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এরপর রাত ১১টা ৪৫ মিনিটের দিকে সেনাবাহিনী গিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলে রাস্তা ছেড়ে দিতে মাইকিং করেন। পরে দুই পক্ষ সড়ক থেকে সরিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। রোববার সকালে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি মহাসড়কের হাটহাজারী বাসস্ট্যান্ড থেকে যান চলাচল করতে দেখা গেছে। 

উত্তেজনা কমলেও এখনও  সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এ বিষয় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো তারিক আজিজ বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের মাদ্রাসার সামনে অবস্থান নিয়েছে। আহলে সুন্নতপন্থীরা সড়কের বিভিন্ন স্থানে আছেন। পরিস্থিতি থমথমে বলা যায়। আমরা সতর্ক অবস্থানে আছি। হাটহাজারী উপজেলা প্রশাসন ১৪৪ জারি করেছেন।

শনিবার সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে হাটহাজারী সদর থেকে উত্তর দিকে প্রায় ১ কিলোমিটার এবং দক্ষিণ দিকে ইসলামিহাট পর্যন্ত গাড়ির আটকা পড়ে যায়। এতে চরম দুর্ভোগ পড়ে যাত্রীরা। এদিকে দুই পক্ষের মুখোমুখি অবস্থা বেগতিক দেখে ১৪৪ ধারা জারি করে হাটহাজারী উপজেলা প্রশাসন।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, রাতে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন দুই পক্ষের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে কোনো সমস্যা হচ্ছে না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হাটহাজারীতে সুন্নী-কওমি সমর্থকদের উত্তেজনায় সতর্ক পুলিশ

আপডেট সময় : ১২:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

হাটহাজারী মাদ্রাসার সামনে জুলুসের গাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্রে করে সুন্নী-কওমি সমর্থকদের মুখোমুখি অবস্থার ঘটনায় রাত ১১টায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এরপর রাত ১১টা ৪৫ মিনিটের দিকে সেনাবাহিনী গিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলে রাস্তা ছেড়ে দিতে মাইকিং করেন। পরে দুই পক্ষ সড়ক থেকে সরিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। রোববার সকালে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি মহাসড়কের হাটহাজারী বাসস্ট্যান্ড থেকে যান চলাচল করতে দেখা গেছে। 

উত্তেজনা কমলেও এখনও  সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এ বিষয় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো তারিক আজিজ বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের মাদ্রাসার সামনে অবস্থান নিয়েছে। আহলে সুন্নতপন্থীরা সড়কের বিভিন্ন স্থানে আছেন। পরিস্থিতি থমথমে বলা যায়। আমরা সতর্ক অবস্থানে আছি। হাটহাজারী উপজেলা প্রশাসন ১৪৪ জারি করেছেন।

শনিবার সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে হাটহাজারী সদর থেকে উত্তর দিকে প্রায় ১ কিলোমিটার এবং দক্ষিণ দিকে ইসলামিহাট পর্যন্ত গাড়ির আটকা পড়ে যায়। এতে চরম দুর্ভোগ পড়ে যাত্রীরা। এদিকে দুই পক্ষের মুখোমুখি অবস্থা বেগতিক দেখে ১৪৪ ধারা জারি করে হাটহাজারী উপজেলা প্রশাসন।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, রাতে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন দুই পক্ষের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে কোনো সমস্যা হচ্ছে না।