ফুলে-ফলে মুন্সীগঞ্জ হবে রঙ্গিন,, এই শ্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের ছয়টি থানায় শুরু হয়েছে গাছের চারা বিতরণ, এই ধারাবাহিকতায় বুধবার (১২ জুন ২৪,ইং) সিরাজদিখানের মালখানগরে গোড়াপীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র, ছাত্রীদের মাঝে বিভিন্ন ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন থানার নির্বাহীকর্মকর্তা সাব্বির আহমেদ। তিনি তার বক্তব্যে, ছাত্র ছাত্রী এবং উপস্থিত সকলে উদ্দেশ্যে বলেন,জাতির পিতা আয়ু পেয়েছিলেন -বিশ হাজার দুইশত চল্লিশ দিন এ সংখ্যার সাতগুন বৃক্ষের ফুলে -ফলে রঙ্গিন হবে মুন্সীগঞ্জ,এই বাস্তবতাকে সামনে রেখে আমরা তোমাদের মাঝে গাছের চারা বিতরণ করছি,তোমরা তোমাদের বাড়িতে যেখানে খালি জায়গা পাবে সেখানেই চারাগুলো রৌপন করবে, চারা রৌপনের পরে কি ভাবে পরিচর্যা করতে হবে সে বিষয়ে ধারণা দেন।তিনি তার বক্তিতায় মালখানগর ইউনিয়ন পরিষদের সদস্যদের বলেন, আপনারা আপনাদের এলাকার প্রতিটি রাস্তার পারে এ চারা রৌপন করবেন এবং নিয়মিত তদারকি করবেন,যাতে চারাগুলে সুন্দর মত বেড়ে উঠতে পারে। এ সময় উপস্থিত ছিলেন মালখানগর ইউনিয়ন পরিষদের সচিব আমিনুল ইসলাম, উদ্যোক্তা ইমরান হোসেন, মালখানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম পিন্টু, মালখানগর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা। উল্লেখ্য মালখানগর ইউনিয়নে মোট চৌদ্দশত গাছের চারা বিতরণ করা হয়।