শিরোনাম
কুষ্টিয়ায় পুলিশ নিয়োগের লিখিত পরীক্ষা ফল প্রকাশ, ৫৭ জন প্রাথমিকভাবে নির্বাচিত কুষ্টিয়ার সিমান্তে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার, যুবক আটক লটারি জিতে রাতারাতি কোটিপতি স্যানিটারি মিস্ত্রি শেখ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়নের’ খোঁজ মিলেছে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা ভারতের পতাকা মাড়ানোর ‘ভাইরাল’ ছবিটি এআই দিয়ে তৈরি: রিউমার স্ক্যানার আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার বাংলাদেশের পতাকা অবমাননার সময় পশ্চিমবঙ্গে হাতেনাতে গ্রেফতার ৩ যুবক সদরপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের দাবি এই দেশে আর ভারতের আধিপত্য চলবে না: হাসনাত আব্দুল্লাহ ব্রিটিশ পার্লামেন্টে যে তথ্য তুলে ধরা হয়েছিল তা সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: শায়েখ আহমাদুল্লাহ চিন্ময় কৃষ্ণ দাসে ফাঁসির দাবিতে কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ভারতীয় নাগরিক আটক সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু হার না মানা একজন উদার মনের মানুষ ইকবাল হোসেন এর  স্বপ্ন  বো/মা মেরে তাজমহল উড়িয়ে দেয়ার হু/মকি হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন বন্ধ ঘোষণা
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন

কোরবানির পশুর যেসব অংশ খাওয়া নিষেধ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : বুধবার, ১২ জুন, ২০২৪

কোরবানি শব্দটি আরবি। এর অর্থ ত্যাগ, আত্মোত্সর্গ; নৈকট্য লাভ এবং জবাই করা ইত্যাদি। আর ইসলামি শরীয়তের পরিভাষায় কোরবানির অর্থ হলো, জিলহজ মাসের ১০ তারিখ সকাল থেকে ১২ তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট পশু জবাই করা।

যদি কারও কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকে তার ওপর পশু কোরবানি ওয়াজিব। একজন সামর্থ্যবান মুসলিমের জন্য ১০ জিলহজ কোরবানির থেকে উত্তম আমল আর কিছু নেই।

এ প্রসঙ্গে রাসুল (সা.) বলেছেন, কোরবানির দিন আদম সন্তান যে আমল করে তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো কোরবানির পশুর রক্ত প্রবাহিত করা। কেননা, কোরবানির পশু কিয়ামতের দিন তার শিং, নাড়িভুঁড়ি ও চুল-পশম নিয়ে উপস্থিত হবে। আর তার রক্ত জমিনে পতিত হওয়ার আগেই আল্লাহর নিকট কবুল হয়ে যায়। অতএব তোমরা আনন্দের সঙ্গে তা পালন কর। (ইবন মাজাহ)

আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্যে কোরবানি নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু জবাই কারার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। অতএব তোমাদের আল্লাহ তো একমাত্র আল্লাহ সুতরাং তারই আজ্ঞাধীন থাকো এবং বিনয়ীদের সুসংবাদ দাও। (সুরা হজ, ৩৪)

অন্য আয়াতে বলা হয়েছে, (মনে রেখো, কোরবানির পশুর) গোশত অথবা রক্ত আল্লাহর কাছে কখনোই পৌঁছায় না; বরং তার কাছে শুধু তোমাদের তাকওয়া পৌঁছায়। (সুরা হজ, আয়াত, ৩৭)

কোরবানির পশুর মাংস খাওয়া হালাল হলেও কিছু অংশ খাওয়া নিষেধ। এর অন্যতম হলো রক্ত্; যা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ ছাড়াও রাসুলুল্লাহ (সা.) পশুর ৭টি জিনিস খাওয়া অপছন্দ করতেন।

তা হলো- প্রবাহিত রক্ত, অণ্ডকোষ, চামড়া ও গোশতের মাঝে সৃষ্ট জমাট মাংসগ্রন্থি, মূত্রথলি, পিত্ত, নর ও মাদি পশুর গুপ্তাঙ্গ।

হাদিসের একাধিক বর্ণনায় এসেছে, বিখ্যাত তাবেয়ি হজরত মুজাহিদ (রহ.) বর্ণনা করেন রাসুলুল্লাহ (সা.) বকরির সাত জিনিস খাওয়াকে অপছন্দ করেছেন। তা হলো- প্রবাহিত রক্ত, পিত্ত, মূত্রথলি, মাংসগ্রন্থি, নর-মাদি পশুর গুপ্তাঙ্গ এবং অ-কোষ (বায়হাকি)।

যদিও অন্য হাদিসে বলা হয়েছে, ‘রক্ত ছাড়া হালাল পশুর অন্য কোনো অংশ হারাম নয়।’

যেহেতু রাসুল (সা.) পশুর সাত জিনিস খাওয়াকে অপছন্দ করতেন তাই, মুসলমানদের উচিত সেগুলো না খাওয়া।

 


এই বিভাগের আরও খবর