ওমানে অবৈধভাবে বসবাসরত বহু বাংলাদেশি প্রবাসী ভিসা জটিলতা ও প্রশাসনিক দুর্ব্যবস্থার কারণে দেশে ফিরতে গিয়েও বিপাকে পড়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, বাংলাদেশ দূতাবাস থেকে আউটপাস সংগ্রহ করেও মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েল ওমান পুলিশের (ROP) কাছে তা গ্রহণযোগ্য প্রমাণিত হয়নি।
ভুক্তভোগী মোহাম্মদ খোকন, যিনি দীর্ঘদিন ধরে ওমানে অবস্থান করছেন, জানান—“আমার আরবাবের লাইসেন্স সংক্রান্ত জটিলতার কারণে সময়মতো ভিসা নবায়ন করতে পারিনি। ফলে অবৈধ হতে হয়েছে। দূতাবাসের সহায়তায় আউটপাস ও টিকিট সংগ্রহ করে ১৭ জুলাই ২০২৫ তারিখে মাস্কাট বিমানবন্দরে পৌঁছাই। কিন্তু পাসপোর্ট না থাকায় আউটপাস দেখালে, কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা সেটি গ্রহণ করেননি।”
তিনি আরও বলেন, “আমার মতো আরও প্রায় ৭০-৭৫ জন প্রবাসী একই সমস্যায় পড়েছেন। ROP কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, আউটপাস দিয়ে ওমান ত্যাগ সম্ভব নয়।”
প্রসঙ্গত, ওমান সরকার চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত তিন মাসব্যাপী একটি সাধারণ ক্ষমা ঘোষণা করে, যার আওতায় অবৈধ প্রবাসীরা জরিমানা ছাড়া ভিসা নবায়ন বা দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। কিন্তু বাস্তবায়নে দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়হীনতায় অনেকেই সেই সুযোগ গ্রহণে ব্যর্থ হচ্ছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, “যদি আউটপাস গ্রহণযোগ্য না হয়, তবে তা ইস্যু করার কোনো যৌক্তিকতা নেই। এতে করে আমরা অর্থনৈতিক, মানসিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।”
এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। তবে প্রবাসীদের দাবি, দ্রুত দূতাবাস ও ওমান প্রশাসনের মধ্যে সমন্বয় করে সমস্যার সমাধান না হলে, আরও অনেক প্রবাসী একই দুর্ভোগের শিকার হবেন।