ঢাকা ০৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গার মৃত্যু ছুরিকাঘাতে নিহত ছাত্রদলের দুই নেতা, অভিযোগ উঠল কার বিরুদ্ধে? নতুন দামে আজ থেকে স্বর্ণ বিক্রয় শুরু, ভরির মূল্য কত? সন্ধ্যায় দলীয় বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ‘রেভ্যুলেশন ফর স্টেট অব হিউম্যানিটি’ প্যানেল অনিয়মের অভিযোগে ভোট থেকে দূরে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় স্বল্প সময়ে প্রস্তুতির সেরা টিপস দেয়ালে শিশুর আঁকা মুছার ৪টি সহজ এবং কার্যকর উপায় স্পাউস ভিসার মাধ্যমে নারীদের সঙ্গে ভয়াবহ প্রতারণা সাংবাদিককে আগুনে পুড়িয়ে হত্যার হুমকি দিলেন শ্রমিকলীগ নেতা কিস্তির টাকা তুলে ইজিবাইক কিনে শেষ সম্বল ইজিবাইক হারিয়ে আজ নিঃস্ব হান্নান বিশ্বাস

ওমানে আউটপাস গ্রহণ করেও দেশে ফিরতে পারছেন না বহু বাংলাদেশি প্রবাসী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

ওমানে অবৈধভাবে বসবাসরত বহু বাংলাদেশি প্রবাসী ভিসা জটিলতা ও প্রশাসনিক দুর্ব্যবস্থার কারণে দেশে ফিরতে গিয়েও বিপাকে পড়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, বাংলাদেশ দূতাবাস থেকে আউটপাস সংগ্রহ করেও মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েল ওমান পুলিশের (ROP) কাছে তা গ্রহণযোগ্য প্রমাণিত হয়নি।

ভুক্তভোগী মোহাম্মদ খোকন, যিনি দীর্ঘদিন ধরে ওমানে অবস্থান করছেন, জানান—“আমার আরবাবের লাইসেন্স সংক্রান্ত জটিলতার কারণে সময়মতো ভিসা নবায়ন করতে পারিনি। ফলে অবৈধ হতে হয়েছে। দূতাবাসের সহায়তায় আউটপাস ও টিকিট সংগ্রহ করে ১৭ জুলাই ২০২৫ তারিখে মাস্কাট বিমানবন্দরে পৌঁছাই। কিন্তু পাসপোর্ট না থাকায় আউটপাস দেখালে, কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা সেটি গ্রহণ করেননি।”

তিনি আরও বলেন, “আমার মতো আরও প্রায় ৭০-৭৫ জন প্রবাসী একই সমস্যায় পড়েছেন। ROP কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, আউটপাস দিয়ে ওমান ত্যাগ সম্ভব নয়।”

প্রসঙ্গত, ওমান সরকার চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত তিন মাসব্যাপী একটি সাধারণ ক্ষমা ঘোষণা করে, যার আওতায় অবৈধ প্রবাসীরা জরিমানা ছাড়া ভিসা নবায়ন বা দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। কিন্তু বাস্তবায়নে দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়হীনতায় অনেকেই সেই সুযোগ গ্রহণে ব্যর্থ হচ্ছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, “যদি আউটপাস গ্রহণযোগ্য না হয়, তবে তা ইস্যু করার কোনো যৌক্তিকতা নেই। এতে করে আমরা অর্থনৈতিক, মানসিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।”

এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। তবে প্রবাসীদের দাবি, দ্রুত দূতাবাস ও ওমান প্রশাসনের মধ্যে সমন্বয় করে সমস্যার সমাধান না হলে, আরও অনেক প্রবাসী একই দুর্ভোগের শিকার হবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গার মৃত্যু

ওমানে আউটপাস গ্রহণ করেও দেশে ফিরতে পারছেন না বহু বাংলাদেশি প্রবাসী

আপডেট সময় : ০৭:৩১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

ওমানে অবৈধভাবে বসবাসরত বহু বাংলাদেশি প্রবাসী ভিসা জটিলতা ও প্রশাসনিক দুর্ব্যবস্থার কারণে দেশে ফিরতে গিয়েও বিপাকে পড়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, বাংলাদেশ দূতাবাস থেকে আউটপাস সংগ্রহ করেও মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েল ওমান পুলিশের (ROP) কাছে তা গ্রহণযোগ্য প্রমাণিত হয়নি।

ভুক্তভোগী মোহাম্মদ খোকন, যিনি দীর্ঘদিন ধরে ওমানে অবস্থান করছেন, জানান—“আমার আরবাবের লাইসেন্স সংক্রান্ত জটিলতার কারণে সময়মতো ভিসা নবায়ন করতে পারিনি। ফলে অবৈধ হতে হয়েছে। দূতাবাসের সহায়তায় আউটপাস ও টিকিট সংগ্রহ করে ১৭ জুলাই ২০২৫ তারিখে মাস্কাট বিমানবন্দরে পৌঁছাই। কিন্তু পাসপোর্ট না থাকায় আউটপাস দেখালে, কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা সেটি গ্রহণ করেননি।”

তিনি আরও বলেন, “আমার মতো আরও প্রায় ৭০-৭৫ জন প্রবাসী একই সমস্যায় পড়েছেন। ROP কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, আউটপাস দিয়ে ওমান ত্যাগ সম্ভব নয়।”

প্রসঙ্গত, ওমান সরকার চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত তিন মাসব্যাপী একটি সাধারণ ক্ষমা ঘোষণা করে, যার আওতায় অবৈধ প্রবাসীরা জরিমানা ছাড়া ভিসা নবায়ন বা দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। কিন্তু বাস্তবায়নে দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়হীনতায় অনেকেই সেই সুযোগ গ্রহণে ব্যর্থ হচ্ছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, “যদি আউটপাস গ্রহণযোগ্য না হয়, তবে তা ইস্যু করার কোনো যৌক্তিকতা নেই। এতে করে আমরা অর্থনৈতিক, মানসিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।”

এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। তবে প্রবাসীদের দাবি, দ্রুত দূতাবাস ও ওমান প্রশাসনের মধ্যে সমন্বয় করে সমস্যার সমাধান না হলে, আরও অনেক প্রবাসী একই দুর্ভোগের শিকার হবেন।