গোপালগঞ্জের কোটালীপাড়ায় নাশকতা মামলায় নিরীহ মানুষকে হয়রানী ও গ্রেপ্তারে প্রতিবাদ জানিয়েছে কোটালীপাড়া উপজেলা বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
গত ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা কর্মসূচীতে নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দদের যোগদানে বাধাঁ সৃষ্টির জন্য গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলার অবদার হাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে কোটালীপাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় কোটালীপাড়া থানার এস আই উত্তম কুমার সেন বাদী হয়ে ১শত ৫৫ জনের নাম উল্লেখ করে ও ১৫ শত জনকে অজ্ঞাত দেখিয়ে গত শুক্রবার মামলা দায়ের করেন।
এই মামলায় নিরীহ মানুষকে গণ গ্রেপ্তার ও হয়রানীর প্রতিবাদ জানিয়ে আজ রবিবার (২০ জুলাই) বিকেল ৩ টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে কোটালীপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠন।
অন্যদিকে শনিবার রাতে কোটালীপাড়া থানা চত্ত্বরে নিরীহ মানুষকে গণ গ্রেপ্তার ও হয়রানীর প্রতিবাদ জানায় জাতীয় নাগরিক পার্টির কোটালীপাড়া শাখা।
উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, এই মামলা পর্যালোচনা করে দেখা যায় যে কোটালীপাড়ার বিভিন্ন স্তরের জনতা, ছাত্র, শিক্ষক, কৃষক, ভ্যানচালক, দিনমজুকে ধরে নিয়ে এসে আসামী করে জেল হাজতে পাঠিয়েছে কোটালীপাড়া থানা পুলিশ। আমরা এই নিরীহ মানুষদের গ্রেফতারের নিন্দা জানাচ্ছি। আর যদি একজন নিরীহ মানুষকে হয়রানী বা গ্রেফতার করা হয় তাহলে আমরা উপজেলার সাধারণ মানুষদের সাথে নিয়ে প্রতিবাদ জানাবো।
সাংবাদিক সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদর বলেন, এই মামলায় কোটালীপাড়ার সাধারণ মানুষ আতংকিত। সাধারণ মানুষও ঘরে ঘুমাতে পারেনা। কোটালীপাড়ার মানুষ এটাকে গণগ্রেপ্তার হিসেবে আখ্যায়িত করেছে।
তিনি আরো বলেন, এই মামলার সাথে কোটালীপাড়া উপজেলা বিএনপি বা এর সহযোগী সংগঠনের কেউ জড়িত নয়।
কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার বলেন, এই মামলায় অনেক সাধারণ আমজনতাকে আসামী করা হয়েছে যারা কোন রাজনীতির সাথে জড়িত নয়। অন্যদিক অনেক পথচারী ও শ্রমজীব মানুষকে ইতোমধ্যেই এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে গত শনিবার রাতে কোটালীপাড়া থানা চত্ত্বরে গোপালগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমস্বয়কারী রুম্মান হোসেন রিমন সাংবাদিকদের বলেন, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা কর্মসূচীকে ঘিরে গোপালগঞ্জ জেলায় কয়েকটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে এরই পরীপ্রেক্ষিতে কোটালীপাড়া থানায় পুলিশবাদী একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা খতিয়ে দেখিছি এই মামলায় আসামী হিসেবে যেই ১শত৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে তার ভিতর অনেকেই আছে নিরীহ। যারা আওয়ামী লীগের রাজনীতির সাথেও যুক্ত না ও এই নাশকতার সাথেও যুক্ত ছিলনা। আমরা নিরীহ মানুষদের গেপ্তার ও হয়রানীর প্রতিবাদ জানাই। ইতোমধ্যে ওসি মহোদয়কে জানিয়েছি, কোন নিরপরাধ ব্যক্তিকে যেন এই মামলায় গ্রেপ্তার না করা হয়।
তিনি আরো বলেন, এটি একটি পুলিশ বাদী মামলা। এই মামলার সাথে জাতীয় নাগরিক পার্টি জড়িত নয়। তাছাড়া জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আসামী করার জন্য কোন তালিকাও দেওয়া হয় নাই।
এ সময় জাতীয় নাগরিক পার্টির কোটালীপাড়া উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ সেলিম শেখ, যুগ্ম সমন্বয়কারী নজরুল ইসলামসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজদ জানান, মামলায় নাশকতার সাথে জড়িতদের নাম উল্লেখ করে আসামী করা হয়েছে। এছাড়া এই মামলার সাথে জড়িত সন্দেহ আটক করে এখন পরযন্ত ৩০ জনকে জেল হাজাতে পাঠানো হয়েছে। তবে যদি কোন নিরাপরাধ ব্যক্তি এই মামলায় আটক হয়ে থাকে বা আসামী হিসেবে নাম চলে আসে আমরা তদন্ত সাপেক্ষে তাদের বিষয়টি দেখবো।
সংবাদ শিরোনাম ::
কোটালীপাড়ায় নিরীহ মানুষকে হয়রানী ও গেপ্তার : বিএনপির সংবাদ সম্মেলন, জাতীয় নাগরিক পার্টির প্রতিবাদ
-
গোপালগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৩৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- ৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ