নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর বীর বাজার এলাকায় এঘটনা ঘটে।
নিহত শফিকুল উপজেলার চন্দ্রপুর বীরবাজার গ্রামের মৃত মছলেম আলীর ছেলে।
স্থানীয়রা জানায়,বুধবার বিকেলে শফিকুল তার নিজ বাড়িতে বৈদ্যুতিক পাখা মেরামত করছিলেন,এসময় বৈদ্যুতিক সংযোগ দেওয়ার জন্য প্লাগ দিতে গেলে বিদ্যুতপৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পরে যায়।পরে পরিবারের লোকজন অনেক চেষ্টা করেও তার জ্ঞান ফেরাতে পারেনি।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎপৃষ্ট হয়ে সাথে সাথে মৃত্যু হয়।
গুরুদাসপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) আসমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই সেখানে পুলিশ পাঠানো হয়েছে।