সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন এলাকায় সুন্দরবন পশ্চিম বন বিভাগের অভিযানে ৬০০ কেজি কাঁকড়া, একটি ইঞ্জিন চালিত ট্রলারসহ একজনকে আটক করা হয়েছে।
আটককৃত হলেন শ্যামনগরের গাবুরা চকবারা গ্রামের মৃত্যু আব্দুল আজিজ সরদারের ছেলে ইয়াকুপ আলী সরদার (৬০)।
বন বিভাগের সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে বুড়িগোয়ালিনী স্টেশনের অধীনস্ত সুন্দরবনের কাঠেরশ্বর টহলফাঁড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কাঁকড়া জব্দ করা হয়।
বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনের প্রাণবৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় নির্ধারিত মৌসুম ছাড়া কাঁকড়া আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ।
এবিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা বলেন, “নিষিদ্ধ সময়ে কাঁকড়া আহরণ পরিবেশ ও বন্যপ্রাণীর জন্য মারাত্মক ক্ষতিকর। আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সংবাদ শিরোনাম ::
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ৬শ’কেজি কাঁকড়া ও ইঞ্জিন চালিত ট্রলারসহ আটক ১
-
মামুন হোসেন , সাতক্ষীরা
- আপডেট সময় : ০৮:১২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- ৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ