গোপালগঞ্জের কোটালীপাড়ায় নসিমনের ধাক্কায় অটোভ্যানসহ পানিতে পড়ে প্রশান্ত বল্লভ (৩৫) নামের এক ফুচকা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার কলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। প্রশান্ত বল্লভ কলাবাড়ী (বল্লভবাড়ী) গ্রামের জগদিশ বল্লভের ছেলে।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানাগেছে, নিহত প্রশান্ত বল্লভ অটোভ্যানযোগে কলাবাড়ি থেকে কালিগঞ্জ বাজারে যাওয়ার পথে ওঝাবাড়ির সামনে পিছন থেকে একটি নছিমন গাড়ি অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে সড়ক থেকে অটোভ্যান ছিটকে পানিতে অটোভ্যানের নিচে চাপা পড়ে প্রশান্ত বল্লভ।
এ সময় প্রশান্ত বল্লভ ও ভ্যান চালক গুরুতর আহত হয়। এদেরকে কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রশান্তকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার ওসি মো: আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।