ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক শিল্পমন্ত্রী হুমায়ূন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

  • Meghla
  • আপডেট সময় : ০৫:০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পতিত স্বৈরাচার সরকারের সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (০৮ এপ্রিল) সেগুনবাগিচায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি জানান, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পাবলিক সার্ভেন্ট হিসেবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মাধ্যমে সাত কোটি ৯৪ লাখ ৬৪ হাজার ১২৭ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রেখেছেন। এছাড়া, নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১৩টি ব্যাংক হিসাবে মোট টাকা ১০২ কোটি দুই লাখ ৬৭ হাজার ৯৫০ টাকার হস্তান্তর, রূপান্তর, স্থানান্তরের মাধ্যমে সন্দেহজনক অসংখ্য লেনদেন করায় তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা করা হয়েছে।

দুদক মহাপরিচালক বলেন, নাদিরা মাহমুদ স্বামীর ক্ষমতার অপব্যবহার করে এক কোটি ৩৪ লাখ ১৬ হাজার ২৫০ টাকার হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে সন্দেহজনক অসংখ্য লেনদেন করেন। এতে করে নাদিরা মাহমুদ এবং নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সাবেক শিল্পমন্ত্রী হুমায়ূন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

আপডেট সময় : ০৫:০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পতিত স্বৈরাচার সরকারের সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (০৮ এপ্রিল) সেগুনবাগিচায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি জানান, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পাবলিক সার্ভেন্ট হিসেবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মাধ্যমে সাত কোটি ৯৪ লাখ ৬৪ হাজার ১২৭ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রেখেছেন। এছাড়া, নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১৩টি ব্যাংক হিসাবে মোট টাকা ১০২ কোটি দুই লাখ ৬৭ হাজার ৯৫০ টাকার হস্তান্তর, রূপান্তর, স্থানান্তরের মাধ্যমে সন্দেহজনক অসংখ্য লেনদেন করায় তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা করা হয়েছে।

দুদক মহাপরিচালক বলেন, নাদিরা মাহমুদ স্বামীর ক্ষমতার অপব্যবহার করে এক কোটি ৩৪ লাখ ১৬ হাজার ২৫০ টাকার হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে সন্দেহজনক অসংখ্য লেনদেন করেন। এতে করে নাদিরা মাহমুদ এবং নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা করা হয়েছে।