অভিযোগ সূত্রে জানা গেছে, মনিরুজ্জামান ও অভিযুক্ত ছোঁয়া ২০১৪ সাল থেকে সাংসারিক জীবনে আবদ্ধ ছিলেন। ভুক্তভোগী স্বামী চাকরির সুবাদে বাইরে থাকতেন। এই সুযোগে তার স্ত্রী বিভিন্ন ছেলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকীয়ায় বাধা দেওয়ায় মো. মনিরুজ্জামান নামে এক যুবকের বিশেষ অঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ এপ্রিল) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল এলাকা থেকে তাদের আটক করা হয়। এদিনই সকালে থানায় অভিযোগ করেন ভুক্ত
ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, সকালে অভিযোগ করার পর স্ত্রী এবং তার প্রেমিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
ভোগী।ঘটনার দুই মাস পর অভিযোগ কেন, এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ভুক্তভোগী আমাদের জানিয়েছেন যে তিনি দীর্ঘদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাই আজ সকালে অভিযোগ করতে এসেছেন।