হবিগঞ্জের মাধবপুরে উপজেলা আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিবাদ মিছিল ও শোক প্রকাশ অনুষ্ঠান পালন করা হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) বিকাল ৪ টায় উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি অহিদুজ্জামান বাবুল, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহম্মেদ।
১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও প্রতিবাদ মিছিলে শ্লোগানে স্লোগানে শোক প্রকাশ করেন। উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসিম, জেলা যুবলীগের সহ-সভাপতি অহিদুজ্জামান বাবুল, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহম্মেদ, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, আওয়ামী লীগ নেতা আব্দুস ছালাম, পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল আলম লেবু, এছাড়াও উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ সহ ১১ টি ইউনিয়নের যুবলীগের নেতারা বক্তব্য রাখেন।
বক্তব্যের শুরুতেই ১৫ আগস্টে নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। সব শেষে তাবারক বিতরণর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।