ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার, স্বামীর আত্মহত্যার চেষ্টা “নির্মাতা অমিতাভ রেজা আবার বিয়ে করলেন” “২০১৪, ’১৮ ও ’২৪–এর মতো নির্বাচন হলে ভয়াবহ ভোগান্তির আশঙ্কা: গোলাম পরওয়ার” ২৬ টুকরায় উদ্ধার হওয়া আশরাফুলের দাফন সম্পন্ন হয়েছে। লালমনিরহাটে ইএসডিও ও ম্যাক্স ফাউন্ডেশনের সম্মাননা প্রদান অনুষ্ঠান রাজধানীতে অস্থিরতা: বাড্ডা-শাহজাদপুরে দুই বাসে আগুন, ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ মোহাম্মদপুরে প্রাণিসম্পদ উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব পাকিস্তানে ফের আত্মঘাতী বোমা হামলা, নিহত ১২

ডেভিডের ব্যাটে ঝড়, ১২৯ মিটারের ছক্কায় নতুন ইতিহাস

  • Marisa
  • আপডেট সময় : ০৫:৫০:১৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

১২৯ মিটারের বিশাল ছক্কায় ডেভিডের নতুন রেকর্ড

হোবার্টে ছক্কা মেরে ইতিহাস গড়লেন টিম ডেভিড। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে বড় ছক্কা হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার এই বিস্ফোরক ব্যাটার। রোববার (২ নভেম্বর) বেলেরিভ ওভালে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ডেভিডের দাপুটে ইনিংসে অস্ট্রেলিয়া পেয়েছে ১৮৬ রানের সংগ্রহ।

খেলার সময়

এদিন ১৪ রানে ট্রাভিস হেড ও জশ ইংলিস আউট হয়ে গেলে ক্রিজে আসেন টিম ডেভিড। দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটার শুরু থেকেই ভারতীয় বোলারদের উপর ঝড় তোলেন এবং মাত্র ২৩ বলে অর্ধশতক পূর্ণ করেন।

NEW21
NEW21


অর্ধশতক হাঁকানোর পথে অক্ষর প্যাটেলকে ডাউন দ্য গ্রাউন্ডে এসে বিশাল এক ছক্কা হাঁকিয়েছেন ডেভিড। স্ট্রেইটে মারা এই ছক্কাটি প্রায় মাঠের বাইরেই চলে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত ডেভিড বুন স্ট্যান্ডের ওপরের ‘নিনজা স্টেডিয়াম’ সাইনবোর্ডে আঘাত হানে। ছক্কাটি ১২৯ মিটার দূরত্ব অতিক্রম করে—যা আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে বড় ছক্কা। ফক্স ক্রিকেটের হিসাবে এটিই সবচেয়ে বড় ছক্কা।

ফক্স ক্রিকেটের পরিসংখ্যানবিদরা হিসাব করেছেন, যদি বলটি সাইনবোর্ডে না লাগত, তবে এটি ১২৯ মিটার দূর পর্যন্ত যেত। ফক্স ক্রিকেটের ধারাভাষ্যকার মার্ক হাওয়ার্ড চিৎকার করে বলেন, ‘ওটা তো আমাদের কমেন্টারি বক্সের দিকেই আসছে! সরাসরি ডাউন দ্য গ্রাউন্ডে। প্রায় ডারওয়েন্ট নদীতে গিয়ে পড়ছিল!’ মার্ক ওয়া যোগ করেন, ‘অক্ষর প্যাটেলের জন্য এটা ভয়ানক কাজ—টিম ডেভিডের বিপক্ষে বোলিং করা কঠিন। প্রায় স্টেডিয়ামের বাইরে চলে গিয়েছিল বলটা! নিনজা স্টেডিয়াম সাইনবোর্ডে সোজা আঘাত করেছে, ছাদ পেরিয়ে গেছে—অবিশ্বাস্য ছক্কা!’
ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ অফিসিয়াল ছক্কার রেকর্ড ১৫৩ মিটার, যা ২০১৩ সালে এক ওয়ানডেতে পাকিস্তানের শহিদ আফ্রিদি হাঁকিয়েছিলেন। বিখ্যাত গাব্বা টেস্টে ব্রেট লির  ছক্কাটি ছিল ১৪৩ মিটার, আর ক্রিস লিন বিগ ব্যাশে শন টেইটের বলে গাব্বা ছাড়ানো ১২১ মিটার ছক্কায় তোলপাড় করেছিলেন।

ডেভিড শেষ পর্যন্ত ৭৪ রানে তিলক ভার্মার বলে শিবম দুবের হাতে বাউন্ডারিতে ধরা পড়ে আউট হন। ডেভিডের আউটের পর মার্কাস স্টয়নিস ৩৯ বলে ৬৪ রান করে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন।
ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার, স্বামীর আত্মহত্যার চেষ্টা

ডেভিডের ব্যাটে ঝড়, ১২৯ মিটারের ছক্কায় নতুন ইতিহাস

আপডেট সময় : ০৫:৫০:১৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

হোবার্টে ছক্কা মেরে ইতিহাস গড়লেন টিম ডেভিড। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে বড় ছক্কা হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার এই বিস্ফোরক ব্যাটার। রোববার (২ নভেম্বর) বেলেরিভ ওভালে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ডেভিডের দাপুটে ইনিংসে অস্ট্রেলিয়া পেয়েছে ১৮৬ রানের সংগ্রহ।

খেলার সময়

এদিন ১৪ রানে ট্রাভিস হেড ও জশ ইংলিস আউট হয়ে গেলে ক্রিজে আসেন টিম ডেভিড। দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটার শুরু থেকেই ভারতীয় বোলারদের উপর ঝড় তোলেন এবং মাত্র ২৩ বলে অর্ধশতক পূর্ণ করেন।

NEW21
NEW21


অর্ধশতক হাঁকানোর পথে অক্ষর প্যাটেলকে ডাউন দ্য গ্রাউন্ডে এসে বিশাল এক ছক্কা হাঁকিয়েছেন ডেভিড। স্ট্রেইটে মারা এই ছক্কাটি প্রায় মাঠের বাইরেই চলে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত ডেভিড বুন স্ট্যান্ডের ওপরের ‘নিনজা স্টেডিয়াম’ সাইনবোর্ডে আঘাত হানে। ছক্কাটি ১২৯ মিটার দূরত্ব অতিক্রম করে—যা আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে বড় ছক্কা। ফক্স ক্রিকেটের হিসাবে এটিই সবচেয়ে বড় ছক্কা।

ফক্স ক্রিকেটের পরিসংখ্যানবিদরা হিসাব করেছেন, যদি বলটি সাইনবোর্ডে না লাগত, তবে এটি ১২৯ মিটার দূর পর্যন্ত যেত। ফক্স ক্রিকেটের ধারাভাষ্যকার মার্ক হাওয়ার্ড চিৎকার করে বলেন, ‘ওটা তো আমাদের কমেন্টারি বক্সের দিকেই আসছে! সরাসরি ডাউন দ্য গ্রাউন্ডে। প্রায় ডারওয়েন্ট নদীতে গিয়ে পড়ছিল!’ মার্ক ওয়া যোগ করেন, ‘অক্ষর প্যাটেলের জন্য এটা ভয়ানক কাজ—টিম ডেভিডের বিপক্ষে বোলিং করা কঠিন। প্রায় স্টেডিয়ামের বাইরে চলে গিয়েছিল বলটা! নিনজা স্টেডিয়াম সাইনবোর্ডে সোজা আঘাত করেছে, ছাদ পেরিয়ে গেছে—অবিশ্বাস্য ছক্কা!’
ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ অফিসিয়াল ছক্কার রেকর্ড ১৫৩ মিটার, যা ২০১৩ সালে এক ওয়ানডেতে পাকিস্তানের শহিদ আফ্রিদি হাঁকিয়েছিলেন। বিখ্যাত গাব্বা টেস্টে ব্রেট লির  ছক্কাটি ছিল ১৪৩ মিটার, আর ক্রিস লিন বিগ ব্যাশে শন টেইটের বলে গাব্বা ছাড়ানো ১২১ মিটার ছক্কায় তোলপাড় করেছিলেন।

ডেভিড শেষ পর্যন্ত ৭৪ রানে তিলক ভার্মার বলে শিবম দুবের হাতে বাউন্ডারিতে ধরা পড়ে আউট হন। ডেভিডের আউটের পর মার্কাস স্টয়নিস ৩৯ বলে ৬৪ রান করে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন।